বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_ অর্থ তৃতীয়োহধ্যায়ঃ . কুরু ভুংক্ষু চ কৰ্ম্ম নিজং নিয়তং হরিপদবিনম্রধিয়া সততম। হরিরেব পরে হরিরেব গুরুহুরিরেব জগৎপিতৃমাতৃগতিঃ ॥ ১ ॥ ন ততোহস্ত্যপরং জগতীড্যতমং পরমাৎ পরতঃ পুরুষোত্তমতঃ । তদলং বহুলোক-বিচিন্তনয় প্রবণং কুরু মানসমীশপদে ৷ ২ ৷ যততোহপি হরেঃ পদসংস্মরণে সকলং হ্যঘমাশু লয়ং ব্রজতি । স্মরতন্তু বিমুক্তিপদং পরমং স্ফুটুমেষ্যতি তৎ কিমপাক্রিয়তে ॥ ৩। শৃণুতামলসত্যবচঃ পরমং শপথেরিতমুচ্ছি,ত-বাহুযুগম্। ন হরেঃ পরমো ন হরেঃ সদৃশঃ পরমঃ স তু সর্ববচিদাত্মগণাৎ ॥৪ ৷ হে জীব ! শ্ৰীহরি-পাদপদ্মে প্ৰণত-চিত্ত হইয়া সৰ্ব্বদা স্বীয় নিয়ত কৰ্ম্মের অনুষ্ঠান এবং তঙ্কুচিত ফল ভোগ কর। শ্ৰীহরিই পরম পুরুষ, শ্ৰীহরিই গুরু এবং শ্ৰীহরিই জগতের পিতা, মাতা ও একমাত্র গতি ॥ ১ ॥ পরাৎপর পুরুষোত্তম শ্ৰীহরি অপেক্ষা পরমস্তুত্য আর কেহ নাই । অতএব বহু পুরুষের ধ্যানে প্রয়োজন নাই, পরন্তু ঈশ শ্ৰীহরির পদেই চিত্ত আসক্ত কর ৷ ২ ৷৷ ঐহরির পাদপদ্মস্মরণে যত্ন করিলেও সকল পাপ সত্বর নষ্ট হয়, আর স্মরণ করিলে পরম মুক্তিপদ নিশ্চিতরূপে লব্ধ হইয়া থাকে ; অতএব কি জন্ত তাহা পরিহার করিবে ? ৩ ॥ & আমি বাহুযুগল উন্নত করিয়া শপথ-সহকারে এই পরম বিশুদ্ধ সত্যবাক্য উচ্চারণ করিতেছি, শ্রবণ কর যে-শ্ৰীহরি অপেক্ষা উত্তম বা তাহার সমান অপর কেহ নাই ; পরস্তু তিনি নিখিল জীবগণ হইতে উত্তম ॥ ৪ ॥

  • [ ૭ ]