বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—শ্ৰীমধব বায়ুর তৃতীয় অবতার অতিশয়িত দীপ্তিমান আনন্দ-স্বরূপ শ্ৰীবিষ্ণুর প্রত্যক্ষকারী শ্ৰীমন্মধ্বচাৰ্য্য রোষাদিদোষ-বিরুদ্ধগুণ-প্রদায়িনী অথবা প্রলয়কালে ভগবদতিরিক্তঋষিরহিত স্বপ্রকাশ-ভগবৎ-শ্ৰীমুখ নিঃস্থত ঋগ-যজুঃ-সামাথৰ্ব্ব-পঞ্চরাত্রপুরাণ-মহাভারতাখ্যা সপ্তবিদ্যা জীবের তত্ত্বজ্ঞানার্থ উদ্ধে স্থাপন করিয়াছিলেন। স্থষ্টির পূৰ্ব্বে মধবাচাৰ্য্য পূর্ণ ষড় গুণ-বিশিষ্ট বিষ্ণুর প্রসাদ ইচ্ছা করিয়া অব্যাক্কতাকাশে প্রকাশিত বিদ্য জ্ঞাত হইয়াছিলেন এবং সাধুগণের অন্তঃকরণে সেই বিদ্যা প্রদান করিয়াছিলেন ॥ ৫ ॥ বিষ্টস্তে দিবে। ধরুণঃ পৃথিব্যাঃ বিশ্বা উত ক্ষিতয়ে হস্তে অস্ত। অসত্ত উৎসো গৃণতে নিযুত্ত্বান মধ্বো অংশু পবতে ইন্দ্রিয়ায় ॥ ৬ ॥ (হে বায়ে) দিবঃ (স্বৰ্গন্ত ) বিষ্টন্ত (আধারভূতঃ) পৃথিব্যাঃ (ভূলোকস্ত) ধরুণঃ ( ধারণশীল: ) উৎসঃ (হরিস্তুতিকরণে উৎমুক: ) নিযুত্বান (নিতরাং হরিবিষয়কযোগবান “যুৎ যোগে ইতি ধাতু ) । তে (তব) অংশুঃ ( মূলরূপাংশ: ) মধ্বঃ ( মধবাচাৰ্য্য: ) অসৎ ( কুর্জনাগম্যং পরংব্রহ্ম ) গৃণতে (স্তেতি ) ইন্দ্রিয়ায় ( ইন্দ্রিয়াণাং চলনায় ) পবতে ( সৰ্ব্বপ্রাণিশরীরেষু সঞ্চরতি যদ্বা ) ইন্দ্রিয়ায় ( সজ্জনবাগিন্দ্রিয়ায় ) পবতে ( দেশে দেশে সঞ্চরতি ) অস্ত ( মধ্বস্ত ) হস্তে ( করে ) বিশ্বাঃ ( সমস্তাঃ ) ক্ষিতয়ঃ উত ( লোকশ্চি বৰ্ত্তন্ত ইতি শেষঃ ) ॥ ৬ ॥ হে বায়ে, স্বর্গের আাধারভূত, পৃথিবী-ধারণশীল, ভগবৎ স্তুতিকাৰ্য্যে উৎসুক, নিয়ত শ্ৰীহরি-সেবায় যুক্ত মধব তোমার মূলক্কপের অংশ-স্বরূপ । মধব দুর্জনগণের বুদ্ধির অগম্য পরব্রহ্মকে স্তব করিতেছেন । তিনি সৰ্ব্বপ্রাণীর ইন্দ্রিয় ভগবৎ-সেবার্থ প্রেরণ করিবার জন্ত তাহদের শরীরে সঞ্চরণ করিয়া থাকেন অথবা সজ্জনগণের বাগিন্দ্রিয় ভগবৎ [ ২১ ] 稳