বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অথ অষ্ট্রমোহধ্যায়ঃ নন্দিতাশেষ-বন্দ্যোরু-বৃন্দারকং চন্দনাচৰ্চিচতোদার-পীনাংসকম। ইন্দিরাচঞ্চলাপাঙ্গনীরাজিতং মন্দরোদ্ধারিবৃত্তোস্তুজাভোগিনম। ১। স্বষ্টি-সংহার-লীলাবিলাসততং পুষ্টষাড় গুণ্য-সদ্বিগ্রহোল্লাসিনম্। দুষ্টনিঃশেষ সংহার-কৰ্ম্মোদ্যতং হৃষ্টপুষ্টানুশিষ্ট-প্রজাসংশ্রয়ম ৷ ২ ৷ উন্নতপ্রার্থিতাশেষসংসাধকং সন্নতালৌকিকানন্দদ-শ্ৰীপদম । ভিন্ন-কৰ্ম্মাশয়-প্রাণিসংপ্রেরকং তন্নকিন্নেতি বিদ্বৎসুমীমাংসিতম ॥৩৷ বিপ্রমুখ্যৈ: সদা বেদবাদোন্মুখৈঃস্থপ্রতাপৈঃক্ষিতীন্দ্ৰেশ্বরৈশ্চাচ্চিতম্। অপ্রতর্ক্যোরু-সম্বিদ গুণং নিৰ্ম্মলং স্থপ্রকাশাজরানন্দ-রূপং পরম ॥৪৷৷ -- - ------ -- ---------- ------می ممـے যিনি সৰ্ব্বলোকমান্ত উত্তম দেবগণকেও আনন্দ প্রদান করেন, যাহার প্রশস্ত ও স্থল বাহুমূলদ্বয় চন্দন-চচ্চিত, যিনি ইন্দিরাদেবীর চঞ্চল-কটাক্ষ-দ্বারা নীরাজিত এবং র্যাহার সুগোল, পরিপুষ্ট ও উদ্ধীকৃত ভুজ মন্দরগিরির উদ্ধারক ॥ ১ ॥ যিনি স্বষ্টি ও প্রলয়রূপ লীলাবিলাসে ব্যাপৃত, ঐশ্বৰ্য্যাদি ষাড় গুণ্যপরিপুঞ্জ সদবিগ্রহের প্রকাশক, দুষ্টগণের নিঃশেষরূপে সংহার-করণে উদ্যত এবং হৃষ্ট-পুষ্ট ও অনুগত প্রজাগণের আশ্রয় ॥ ২ ॥ * যিনি অশেষ শুভকামনার পরিপূরক, প্রণতগণের অলৌকিক-আনন্দপ্রদায়ক শ্ৰীপদশালী, ভিন্নকৰ্ম্মাশয় অর্থাৎ কৰ্ম্মবাসনানিন্মুক্ত প্রাণিগণের উত্তমগতি-প্রাপক এবং বেদান্তশাস্ত্রে “তন্ন কিং ন” ইত্যাদি বিচারক্রমে বিদ্বদগণকর্তৃক সুমীমাংসিত ॥ ৩ ॥ যিনি বেদবিচারে সুনিপুণ উত্তম-বিপ্রগণ ও মহাপ্রতাপশালী রাজরাজেশ্বরগণ-কর্তৃক অৰ্চিত, অচিন্ত্য-মহাজ্ঞানগুণ-সম্পন্ন, পরম-বিশুদ্ধ এবং পরম-প্রকাশশীল বৈকুণ্ঠানন্দস্বরূপ পরম-পুরুষ ॥ ৪ ॥ [ ১৯ ]