বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব বায়ুদেবের জননী পুত্রের কালকুট-বিষভক্ষণ দর্শন করিয়া পুত্রের মাহমা বুঝিতে পারিয়াছিলেন, তাঁহারই জননী একবার পুত্ৰ কুলখ ভক্ষণ করা সত্ত্বেও পুত্রকে সুস্থ শরীরে বর্তমান দেখিয়া পুত্রের অলৌকিকত্ব হৃদয়ঙ্গম করিয়াছিলেন । অলৌকিক শিশু বাসুদেব লৌকিক-শিশুর অনুকরণে জানু-চংক্রমণ, উত্থান ও গমনাগমন শিক্ষা করিল। একদিন প্রভাতে যখন গাভীকুল গোশালা হইতে নির্গত হইয়া নানা বনে বিচরণের জন্ত গমন করিতেছিল, সেই সময় বালক বাস্থদেব একটা বৃষভের নিকট উপস্থিত হইল । বাসুদেব এই বৃষভটকে স্বতঃই কি কারণে খুব ভালবাসিত । অনেক সময়েই এই বৃষটকে লইয়া নানাপ্রকার খেলা করিত, বৃষটর সঙ্গে থাকিত, কুষটকে দেখিতে চাহিত, বুষটার মুখে কত আদর করিয়া তৃণগুচ্ছ দিত। সেইদিন ঐ প্রিয় বৃষভের পুচ্ছের অগ্রভাগ ধারণ করিয়া বালক বাসুদেব মাতা, পিতা ও স্বজনগণের অজ্ঞাতসারেই সহসা বনাভিমুখে প্রস্থান করিল। এদিকে কিছুক্ষণ পরে মাতা, পিতা ও আত্মীয়বর্গ, স্বেচ্ছাচারী বালক কোথায় খেলা করিতেছে, তাহার অনুসন্ধান করিতে লাগিলেন। বালককে গ্রামের কোথায়ও দেখিতে পাইলেন না ; বালক খেলা করিতে করিতে কূপমধ্যে পতিত হইয়া থাকিবে আশঙ্কা করিয় তাহার গ্রামের সমস্ত কুপ অনুসন্ধান করিতে লাগিলেন। কোথায়ও বালকের কোন প্রকার চিহ্ন না পাইয়া পুত্রপ্রাণ মাতা-পিতা অত্যন্ত কাতর ও চিন্তাকুল হইয় পড়িলেন । মাত্র একবৎসরের শিশু কোথায় যাইবে । কোন দুষ্ট ব্যক্তি কি বালককে অপহরণ করিল বা বালককে বিনষ্ট করিল ? মাতা-পিতার বন্ধু-হৃদয় նա [ 8૨ ] বৃষপুচ্ছ ধারণপূর্বক শিশু বামদেবের दन-चभs