বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়—বাল্যেই বাস্থদেবের বিষ্ণু-প্রীতির পরিচয় মধ্যগেহও তেমনি জল-বায়ুর দ্বারা চালিত হইয়া আকুল-চিত্তে পুত্রের মুখ-কমলের সন্ধানে ছুটিতে লাগিলেন এবং সেই চাদমুখ দেখিতে পাইয়া বালককে প্রহারাদি দ্বারা শাসন করা দূরে থাকুক, মরমেরমৰ্ম্মর-মন্দিরে সযত্নে ভরিয়া রাখিতে ইচ্ছা করিলেন । পুত্রের বিরহসন্তাপজনিত বহির্গমনোন্মুখী অশ্রু-উৎসকে যে ক্ষুদ্র নয়ন-পাত্রে অতি কষ্টে আবদ্ধ রাখিয়াছিলেন, তাহ যেন আনন্দোচ্ছাসে সহস্রমুখী হইয়া বাহিরে আসিতে চাহিলে মধ্যগেহ পুনরায় সেই অশ্রু-প্রবাহ নিরোধ করিলেন এবং পরাণ-পুতলিকে আহবান করিয়া কহিলেন –-“বৎস, বাস্থদেব ! তুমি আমাদিগকে না জানাইয়া কিরূপে এতদুর চলিয়া আসিলে ? এই সুদীর্ঘ পথে কে তোমার সহচর হইয়াছিল ? কে-ই বা তোমাকে পথ দেখাইল ? পথে ত’ তোমার.কোনপ্রকার বিপদ-আপদ হয় নাই ? বয়স্থ ব্যক্তিও এতদূর পথ পদব্রজে আসিতে কষ্ট অনুভব করেন, সহচরের অপেক্ষ করেন, আর তুমি কাহার সঙ্গে এতদূরে চলিয়া আসিলে ? তোমার সহায় কে ছিল ? বল বল, বাপ বাসুদেব ; আমাকে যথার্থ করিয়া বল ।” পুত্র-দর্শনে আনন্দ ও কুশলাদি জিজ্ঞাসা বাসুদেব তখন চতুর্দিকে মন্দ-মধুর-হাস্তচন্দ্রিক লুটাইয়া দিয়া *অক্ষুট মধুরস্বরে বলিল,—“পিতঃ ! আমি আপনাদের আত্মীয়ের উৎসবভবন হইতে বহির্গত হইয়া বনের মধ্যে এক বিষ্ণু-মন্দিরে প্রবেশ করিয়াছিলাম এবং সেখান হইতে নারিকেল-দেবালয়ে গিয়াছিলাম ; বন-বিহারী শ্ৰীহরিই আমার একমাত্র সহায় ছিলেন। . আমি আর 會 কাহার সহায়তার অপেক্ষা করিব ? মধুসুদন যাহার সহায়, তাহার আর অন্ত সহায়ের কি প্রয়োজন ? পিতঃ ! আমি সেখান হইতে অন্ত দেবালয়ে শ্ৰীহরিকে প্রণাম করিয়া [ 8 R ] বালকের হরি নির্ভরতা