পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? е в ভক্তিরত্নীকর । { তৃতীয় তরঙ্গ । ভাগ্যের সীমা নাই । সচল অচল দুই প্রভু এক ঠাই ফু | কেহ কহে গৌর জগন্নাথ এক হয়। ইথে যার ভেদবুদ্ধি সেই যায় ক্ষয় ॥ এইরূপ কহে কত পথিক-সকলে । শ্রীনিবাসচেষ্টা দেখি ভাসে নেত্রজলে ॥ আনন্দ-তাবেশে শ্ৰীনিবাস চলি যায়। ক্ষেত্ৰ হৈতে যে আইসে প্রণমে তাহায় ॥ প্রতু ভক্তগণের পুছেন সমাচার । শুনিতে সে সব কথা আনন্দ অপার ॥ উড়িয়া যাইতে পাখী, প্রভুরে প্রার্থয় । দিবা নিশি চলে পথে শ্রম না জানয় ॥ মনের আনন্দে শ্রীনিবাসের গমন। কত দূরে শুনিল চৈতন্য-সঙ্গোপন ॥ মহাপ্রভু আদর্শন এ বাক্য শুনিতে । যে দশা হইল, তাহা কে পারে বণিতে ॥ কত শত করাঘাত করে নিজশিরে। ছিড়িয়া ফেলেন কেশ, নখে বক্ষঃ চিরে ॥ অীপনা ধিক্কার করে কান্দিয়া কান্দিয় । সে বিলাপ শুনি যায় পাষাণ গলিয়৷ ৷ মূচিত হইয়া ভূমে পড়ে বারবার। নেত্রধারা দেখি প্রাণ বিদরে সবার ॥ অতি কদৰ্থনে S হইল দিবা অবসান । নিশ্চয় করিল “দেহে ন! রাখিব প্রাণ” ॥ অগ্নিকুণ্ড করি তাহে করিব প্রবেশ । তবে সে ঘুচিবে মোর এ দারুণ ক্লেশ ॥ ঐছে বিচারিতে রাত্রি হৈল দণ্ড চারি । লইয়। প্রভুর নাম কান্দে উচ্চ করি ॥ প্রভু-ইচ্ছা মতে হৈল নিদ্রা আকর্ষণ। স্বপ্নচ্ছলে গৌরচন্দ্র দিলেন দর্শন ॥ বিদ্যুতের পুঞ্জ জিনি শ্ৰীঅঙ্গ-সুন্দর। শ্ৰীমুখ

  • সচল মহাপ্ৰভু,–আচল জগন্নাথ | # অতি কষ্ট্রে