পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उछिन्नङ्गकिङ्ग [ নবমতরঙ্গ । مرا: ۵ স্বরে। উচ্চারয়ে শ্লোক যেন স্থধারাষ্ট করে। ঐরাসবিলাস কথা রসের পাথার । কহিতে অধৈৰ্য্য নেত্ৰে বহে অশ্রুধার ॥ বিবিধ প্রকারে প্রতিপদ্য ব্যাখ্যা করে । নানা রাগ প্রভেদ প্রকাশে পদ্যদ্বারে ॥ কি অস্তুত কথার মাধুর্য্য ধৈর্য্য নাশে । উপমার স্থান নাই সে মধর ভাষে ॥ মহাবর্ষীপ্ৰীষ প্রেমবর্ষে সে কথায় । সকলে বিহবল হর্ষ উথলে হিয়ায় ৷ অনিমিথ নেত্রে চাহে শ্ৰীনিবাস পানে । নিবারিতে নারে অশ্র ঝরয়ে নয়নে ॥ মহন্তগণের হয় যে ভাব বিকার । তাত একমুখে কি বর্ণিব মুই ছার ॥ আত্মবিস্মরিত কেহ মনে মনে কয়। স্ত্রী শুক আপিল শক্তি তেঞি ঐছে কয় ॥ কেহ কহে শক্তি সঞ্চারিল বেদব্যাস । তেঞি এ অদ্ভূত অর্থ করয়ে প্রকাশ ॥ কেহ কহে গদাধরপণ্ডিত গোসাঞি বুঝি কৃপাশক্তি পূর্ণ প্রকাশে এথাই ॥ কেহ কহে পণ্ডিত শ্ৰীবাসাদি রূপায় । ঐছে পাঠলালিত্য কি তুলনা ইহায় ॥ কেহ কহে গৌরপ্রেমস্বরূপ এ হন । এ মুখে সে বক্তা তেঞি ঐছে আকর্ষণ ॥ ঐছে স্নেহাবেশে মনে যে হয় সবার । তাহ কেহ বর্ণিবেন করিয়া বিস্তার ॥ প্রভুপরিকরের কি অদ্ভুতচরিত। করয়ে শ্রবণ যৈছে উপমারহিত ॥ শ্ৰীমদ্ভাগবত কথামৃত আস্বাদনে । কৈছে দিন যায় তাহা কিছুই না জানে ॥ শ্ৰীনিবাস দেখে দিবা অবসান হৈল । প্রার্থনাপূর্বক কথামৃত,সাঙ্গ কৈল ॥ গ্রস্থে প্ৰণমিয় অতি দীনতা অন্তরে। ভূমে পড়ি প্রণমিলা প্রভুপরিকরে। ও ভূপরিকরগণ হইয়। উল্লাস । শ্ৰীনিবাসে ঐছে স্নেহ করয়ে