পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ । ] ভক্তিরত্নীকর । \9》 চাৰ্য্য ঠাকুরের আগমন । আনন্দে বিহবল ঐঠাকুর নরোত্তম ॥ রামচন্দ্র আদি প্রিয়বর্গের সহিতে । অতি শীঘ্ৰ চলিলেন আগুসরি নিতে ॥ শ্ৰীসন্তোষ দত্ত নিজগণসঙ্গে লৈয়া । দিল। পরিচয় আচার্য্যের আগে গিয়া ॥ ঐছে আর নিজশিষ্য গণে জানাইল । সবে অচির্যের পাদপদ্মে প্ৰণমিলা ॥ ঐআচার্য্য যৈছে কৃপা কৈল সৰ্ব্বজনে । তাহা বিস্তারিয়া বর্ণিবেন ভাগ্যবনে ॥ পরস্পর যৈছে প্রিয়গণের মিলন । তাহ বাহুল্যের ভয়ে না হয় বর্ণন ॥ শ্ৰীঠাকুর মহাশয় আচাৰ্য্যঠাকুরের। পরম আনন্দে লৈয়া চলে বাসা ঘরে ৷ সৰ্ব্বত্র হইল ধ্বনি আচাৰ্য্য গমন। চতুর্দিকে ধায় লোক করিতে দর্শন ॥ গণসহ আচার্য্যের দর্শন করিয়া। নিজ নিজ ভাগ্য প্রশংসয়ে হর্ষ হৈয়া ॥ আচার্য্যের দৃষ্টিপাত হৈল যে প্রকার। তাহা এথা বিস্তারি নারয়ে বর্ণিবার ॥ গণসহ অt৮t:র্য্য লইয়। মহাশয় । মহানন্দে নির্জন আলয়ে প্রবেশয় ৷ দেখি স্থান আচার্য্য প্রশংসি প্রিয়গণে। পৃথকৃ পৃথক্ বাসা দিলা সন্নিধানে ॥ শ্ৰীসন্তোষ দত্ত মহা আনন্দ হিয়ায়। পূর্বেই করিল লোক নিযুক্ত বাসায় ॥ সর্বপ্রকারেতে সমাধায় সৰ্ব্বকাৰ্য্য। দেখি সন্তোষের চেষ্টা সন্তোষ আচাৰ্য্য ॥ ঐআচাৰ্য্য বাসা হইতে শীঘ্র গণসনে। চলে মহtহর্ষে শ্ৰীবিগ্রহ সন্দর্শনে ॥ প্রিয়াসহ শ্ৰীগৌরবগ্রহে ধুইল যথা । ঐঠাকুরমহাশয় লৈয়া গেলা তথা ৷ শ্ৰীমাচাৰ্য্য করি মহাপ্রভুর দর্শন। হইলেন যৈছে তাহা না হয় বর্ণন ॥