পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\!\, ভক্তিরত্নীকর । [ দশমতরঙ্গ । আর। কাষ্ঠকাটা জগন্নাথ উদ্ধব উদার। শ্ৰীপুষ্পগোপাল রসুনাথ দয়াময় ৷ লক্ষীনাথ পণ্ডিতাদি গুণেব অtলয়। এ সব। সহিত সে সবার সম্মিলনে হৈল যে আনন্দ তা দেখিল ভাগ্যবানে ॥ প্রভুর সন্ন্যাসস্থানে আমি সৰ্ব্ব জন। - হুইলা অধৈৰ্য্য অশ্রু নহে নিবারণ ॥ সবার যে চেষ্টা তাহ কহনে না যায়। কতক্ষণে স্থির হৈলা প্রভুর ইচ্ছায় ॥ দাস গদাধরের গৌরাঙ্গদরশনে। কহিতে কি জানি যে আনন্দ হৈল মনে ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী সে দিবস তথাই । করিলা রন্ধন যৈছে কহি সাধ্য নাই ॥ বিবিধ সামগ্ৰী ভুঞ্জাইয়া গৌরচন্দ্রে। ভুঞ্জাইল৷ সকল মহান্তে মহানন্দে ॥ অন্নাদি ভক্ষণে যৈছে উল্লাস সবার । কে বর্ণিবে যে শোভা ভোজনে বসিবার ॥ ঐযদুনন্দন আদি আনন্দ-আবেশে । শ্ৰীঈশ্বরী ভুঞ্জিলেই ভুঞ্জিলেন শেষে ॥ উথলিল প্রেম সিন্ধু কণ্টক নগরে। গৌরাঙ্গ প্রাঙ্গণে সবে কীৰ্ত্তনে বিহরে ৷ শ্ৰীযদুনন্দন আদি উল্লাসিত চিতে । হইল প্রস্তুত সবে খেতরি যাইতে ॥ হইলেন বৈষ্ণব-সংঘট অতিশয় । কণ্টক নগর হৈতে করিলা বিজয় ॥ যে যে গ্রাম হৈয়া চলে মহান্তসকল । সে সে গ্রামবাণী হয় আনন্দে বিহবল ৷ তেলিয়া বুধরি আদি গ্রাম পুণ্য স্থান। সে সকল গ্রামে লোক মহা ভাগ্যবান ৷ আইসে প্রভুগণ শুনি ধায় চারি পাশে । করিয়া দর্শন সবে মহানন্দে ভালে ॥ দেখি লোক আৰ্ত্তি প্রভুগণ হর্ষ হৈলা । জানিল এ ভক্তি শ্ৰীনিবাস প্রকাশিলা । সে দিবস কৈলা স্থিতি বুধরি গ্রামেতে । তথা যে ব্যাপিল মুখ তাহা কি কহিতে ॥ গে