পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ घांम* उल्लत्र । ভক্তিরত্নাকর। శిలి? পরিপর ॥ অতি সুমধুর নাভি মধ্য জানুদ্বয়। সুচারুচরণ তলে অরুপ উদয় ॥ পরিধেয রক্ত প্রান্ত শ্বেত পট্টম্বর । শ্ৰীমলয় চন্দনে চর্চিত কলেবর ॥ নানাপুষ্প ভূষণে ভূষিত শোভাময় । অদ্ভূত ভঙ্গীতে প্রিয়বর্গে নিরিখয় ॥ যৈছে গৌরচন্দ্র তৈছে প্রভু প্রিয়গণ চতুর্দিকে বেষ্টিত পরম স্থশোভন ॥ দক্ষিণে শ্ৰীনিত্যানন্দ বামে গদাধব । সম্মুখে অদ্বৈত শ্ৰীবাসাদি পরিকর । এ সবে হইয়া মহাবিহাল প্রেমায়। অনিমিখ নেত্রে গৌরচন্দ্র পানে চায় ॥ ননসেবা করে প্রভু ভৃত্য চারিপাশে। দেখিয়া সমুদ্র হৈল অধৈৰ্য্য উল্লাসে। সমুদ্রের মনে বহু অভিলাষ হৈল । অন্তর্যামী প্ৰভু অভিলাষ পূর্ণ কৈল ॥ হইয়া সমুদ্র মহাবিহবল আনন্দে । গণসহ প্রভু লীল দেখয়ে স্বচ্ছন্দে ॥ গঙ্গার সৌভাগ্য প্রশংসয়ে বার বার। নিতি গতাগতি মাত্র অtশ্রয় গঙ্গার ॥ গঙ্গাসহ গতিতে সমুদ্রগতি নাম। এবে লোকে কহয়ে সমুদ্রগড়ি গ্রাম ॥ এ সমুদ্রগড়ি গ্রাম বাস দর্শনেতে । উপজে নিৰ্ম্মলভক্তি শ্ৰীগৌরচন্দ্ৰেতে ॥ এথা ভক্তলয়ে গৌরাঙ্গের যে বিলাস । তাহা এক মুখে কি কহিব ঐনিবাস ॥ এত কহি ঈশান সমুদ্রগড়ি হৈতে। পরম আনঙ্গে চলে চম্পকহট্টেতে ॥ শ্ৰীনিবাসে কহে এ চম্পকহট্টগ্রাম । চাপাহটি নাম এ বিদিত রম্যস্থান ॥ এইখানে আছিল চম্পকবৃক্ষ বন । পুষ্প আহরণ সদা করে মালিগণ ॥ মালিগণ চম্পক কুস্থম সজ্জ করি। এথাই বৈসয়ে হাট পাতি সারি সারি ॥