পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छाण° उक्लन्न । ] ভক্তিরত্নীকর । শ্ৰীবাসাদি চারি, পাশে কাব্দে কেউ না ধরে স্থতি ॥ - ওহে শ্ৰীনিবাস এখা আনন্দ অশেষ । ভুবনে বিদিত মিত্যনন্দ-ভাবাবেশ ॥ এখা বিশ্বম্ভর-কোলে রহে নিত্যানন্দ । ज्राश्। দেখি গদাধর হাসে মন্দ মন্দ। প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ রছি এখা। কহিতে না জানি দোহে কহিল যে কথা ॥, শ্ৰীবালারি ভক্ত এথা ভাসিল যে মুখে । সে সব কহিতে না আইমে এক মুখে ॥ এথা নিত্যানন্দে কহে শচীর কুমার । কালি পৌর্ণমালী ব্যাসপূজন তোমার ॥ কোথা পূজা হ’বে শুনি উল্লাস অন্তরে। হাসি কহে এ শ্ৰীবাস বামনার ঘরে ॥ নিত্যানন্দবাক্যে এথা হর্ষ বিশ্বম্ভর । শ্ৰীবাসসহিত কথা হইল বিস্তর ॥ সকলেই নন্দনাচার্ষের গৃহে হৈতে। শ্ৰীবাসপণ্ডিত ঘরে গেল! এই পথে ॥ ওহে শ্ৰীনিবাস এই শ্ৰীবাস-অঙ্গণে । নাচে গোঁৱচন্দ্র নিত্যানন্দ সঙ্কীর্তনে ॥ দুই প্রভু নাচে চতুর্দিকে ভক্তগণ । যে প্রেম-আবেশ তাহ না হয় বর্ণন বলরাম-আবেশে এথাই গৌরহরি। নিত্যানন্দচন্দ্রে প্রকাশয়ে ভক্তি করি ॥ লাফ দিয়t উঠে প্ৰভু খটার উপর বারুণী বারুণী বলি ডাকে নিরন্তর ॥ কেহো পাত্র ভরি গঙ্গাজল দিল আনি। সভে দেখে প্ৰভু যেন পিয়ে কাদম্বিনী * ॥ ঐহল মুসল মাগে নিত্যানন্দ স্থানে । দিল নিত্যানন্দ তা দেখিল ভাগ্যবানে ॥ এথা হর্ষে প্রভু পদ্মাবতীর নন্দন। শ্ৰীগৌরচন্দ্রের কৈল ষড়ভুজ দর্শন ॥ এথা প্ৰভু ४ कलश्र्नेिो-भलदिएुरु ।