পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○をー● छछिप्लङ्घtरुच्न । [ चtग= उद्मनि । প্রভু প্রেমের আবেশে । অরুণনয়ন জলে ভালে । ভুজ তুলি হরি হরি বোল । পতিতে ধরিয়া করে কোল ॥ নিজরলে সরারে ভালtয় । চারি পাশে পারিষদ গায় ॥ সুকোমল অঙ্গ অtছাড়িয়া । গড়ি যায় ধূলায় পড়িয়া ॥ দেখিয়া সকল জীব কাদে । নরহরি খির নাহি বন্ধে ৷ কি বলিব সঙ্কীর্তন সুখে মগ্ন হৈয়া । ঐবস-ভবনে চলে নিজালয় গিয়া ॥ এক দিন রাত্র্যে প্রভু শ্ৰীবাস অঙ্গণে দ্বারে দিয়া কপাট বিহ্বল সঙ্কীর্তনে । গোপাল চাপাল নামে পাষণ্ড প্রধান । শ্ৰীবাসের দুঃখ যাতে এই কৰ্ম্ম তান ॥ মদ্যভাণ্ড সিন্দূরাদি রাখি এই দ্বারে । মনের অনন্দে তেঁহ গেলা নিজঘরে ॥ প্রভাতে শ্ৰীবাস তা দেখায় শিষ্টগণে । সেস্থান সঃস্কার করাইল সেই ক্ষণে ॥ শ্রীবাশের স্থানে তেঁহ অপরাধ কৈল । দিন দুই তিন মধ্যে কুণ্ঠপ্যাদি হৈল ॥ গোপালচাপাল কুষ্ঠে মহাদুঃখ পায়। কথোদিনে ভাল হৈল ঐবাসকুপায়। এক দিন প্রভু এথা লুক্ত্যে মগ্ন ছিল । দ্বারে এক বিপ্র তীরে অসিতে না দিল ॥ তার ইচ্ছা ছিল সঙ্কীৰ্ত্তন দেখিবারে । দেখিতে ন পাই দুঃখে গেল নিজ ঘরে । এক দিন গৌরচন্দ্রে গঙ্গাতীরে প’য়া । শাপয়ে প্রভুরে মহtক্রোধযুক্ত হৈয়া । যজ্ঞসূত্র ছিড়িয়া কহয়ে বার পর । সংগীরের সুখ নাশ হউক তোমার ॥ বিপ্রশাপ শুনি মহtহর্ষে গৌরহরি । আইলেন গঙ্গাতীর ছৈতে স্নান করি ॥ শ্রদ্ধা করি প্রভু-ব্ৰহ্মশাপ যেই শুনে । ব্ৰহ্মশাপ হৈতে যুক্ত হয় সেই জনে ॥