বিষয়বস্তুতে চলুন

পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাটক । stą চাই, সকলে কহিয়া থাকে ধন থাকিলেই সকল থাকে ফল কথাও সেই বটে, কহ তাহার পর কি হইল। পয়ার । সাবিত্রী, বিষয় হইয় পরে করিনু শয়ন। স্বপনে হইল আরো ঘোর দরশন । অতি বৃদ্ধরূপ এক দেখিতে অন্তত। বয়েসে অশীতি পর জীর্ণর যুত। মলিন বসন অঙ্গে যটি ধরি করে । অতি কন্টে কহে বাক্য সরে কি না মারে! নেত্ৰ পথে বহে ধারা শ্রাবণের ধীর । বেত্রভরে দণ্ডাইয়| শিয়রে আমার ! ধীরে ধীরে আমারে কহিছে বৃদ্ধবর । বাছিয়া দিলাম তোরে রাক্ষসের ঘর। বাল্য কালে দেখি তেীরে অতি গুণবতী। বুঝিয় দিলাম নাম সাবিত্ৰী সুমতী৷ সুবৰ্ণ পুষ্পের বর্ণ দেখয় নয়নে। যতনে সিঞ্চিয় বারি এই আশা মনে ॥ ফলেতে ইহার রত্ন হইরে নিশ্চয়। ঝঞ্চনা হইল দেখ কিসে কিবা হয়। ওদন কাতর আমি তুমি লক্ষেশ্বরী। সুজীর্ণ শতেক খণ্ড আম্বরে সম্বরি | অপুত্ৰক আমি পুলি তুমি পুত্র প্রায়। ধনেশের গৃহে আমি সঁপিলু তোমায়। , চরমে হইবে সুখ এই ছিল মনে । মরমে পাইমু ব্যথা বিধির লিখনে। সুখে নিদ্র যাও কন্যা আমি যাই ঘর। আর না হইবে দেখা আশীৰ্ব্বাদ ধর।