পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলোলী লোদী । も & 。 রাজপ্রভূত্ত্ব অস্বীকার পুৰ্ব্বক আপনি দেশের কৰ্ত্ত হইলেন । ১ছৎপরে তিনি গোরক্ষপূর, ভাইরক, দুয়াব ও বেহুঁীর প্রদেশ জয় করিলেন, তাহীতে র্তাহার অত্যন্ত পরীক্রম হইল এবং বঙ্গদেশের রাজারা তাঁহাকে কৱ প্রদান করিতে লাগিলেন । অনন্তর চতুর্দশ শতাব্দীর অৰমান সময়ে যখন দিল্লীনগরের পরাক্রম হ্রাস হইয়। অtfসতে লাগিল, তখন জোয়ানপুরের রাজাদেৱ দোদণ্ড প্রতাপ । সুতরাং ঐ রাজ্য দিল্পীরাজের চক্ষুঃশূল হইল, এবং যিনি দিল্লীর সিংহাসনে বসিভেন ভিনিই তাহা জয় করিবার চেষ্টা করিভেন । কিন্তু কোন রাজ। তাহা করিতে পারেন নাই । খোজাজাহানের মৃতুrর পর ভঁাহার পুত্র এব্রাহেম সীহ এই রাজ্যে ৪৭ বৎসর রাজত্ব করেন । এব্রাহেম মধুে ই যুদ্ধে নিযুক্ত হই "ছিলেন, কিন্তু, ভঁtহার রাতে জ্ঞান বিরোধ না থাকে এবং বিদ্যানুশীলনের ব্লদ্ধি হয় ইহা উtহার নিভান্ত ৰাঞ্ছা ছিল ; বাস্তবিক তাহার রাজ্যে প্রজারা অতিশয় সুখী ছিল । ইতিহাসবেত্তারা লিখিয়াছেন এত্রীহেমের তুল্য বিচক্ষণ রাজা যুযুলমানদিগের মধ্যে কুন্ত্রাপি দেখা যায় নাই । জ্ঞাহীর রাজাকালে জোয়ানপুরের রাজসত তাঁরতবর্ষের মধ্যে অতিশোভাযুক্ত ছিল, ঐ শোভাভে দিল্লীর রাজসভা ኧ¢