পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) দ্বিতীয় ভাগ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুতবউদ্দীন । • একাদশ অধ্যায় । দিল্লীল্ডে পাঠান বা আফগান দিগের রাজারস্থ ! شمحكمـا سـ চতল উদগুন । সংহেষউদ্দীন মহৰ্ম্মদের মৃত্যুর পর ডাহার ভ্রা - পুত্ৰ মহম্মদ, কুতবউীনকে ভারতবর্ষের রাজ্যতার ১ .২ ৷ অৰ্পণ করলে, হিজরী ৬০২ অব্দে, ভয় * * } তবৰ্ষ স্বাধীন রাজ্য হইল ; কুতুবউদ্দীন এই রাজ্যের স্রষ্ট। বলিয়। খ্যাত আছেন, কিন্তু তিনি প্রতি দাস ছিলেন, ইহাতেই ইতিহাসে একটা অপবাদ রহিয়। গিয়াছে যে, ভারতবর্ষে যে সকল মুসলমানৱী জ{ হইয়াছিলেন র্তাহার। সৎকুলেt"gব নহেন । কুম্ভব উদ্দীনের ঘূর্ণ বিবরণ এই---তিনি তু ক্ষস্থানের এক সামান্য মল্লষ্যের পুত্র ছিলেন । বাল্যকালে র্তাহাকে কোন মহাজন ক্রয় করিয়া নিসারপুরে এক ভদ্র মম্বষ্যের স্থানে বিক্রয় করেন । ঐ ব্যক্তি র্তাহীকে গৃহে রাখিয় লিঙ্গ্যাশিক্ষা করান। পরে তঁাহীর মৃত্যু