পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী । $ (; ; .দগের নাম গ্রহণ করেন, তবে সেই সকল ব্যক্তির পক্ষে তাহ! মোক্ষৰূক্ষের বীজ রোপণ করা হয়, আর যiহাৱা দেশান্তরে থাকিয় কাশীর নাম স্মরণ করেন উা ছারা ভব সাগর পার হন। কাশীর মাহাত্ম্য সম্বন্ধে ইহ। উক্ত হইয়াছে সৃষ্টির আরস্তুে যখন পুথিবী জলমগ্ন ছিল, তখন মহাদেব এই স্থানকে রক্ষা করিয়াছিলেন । এই প্রকার অনেক কথা আছে তাহ লিখিবীর প্রয়োজন নাই । কথিত আছে স্ত্রীরামচন্দ্রতনয় কুশের বংশ জাত বিহঙ্গরাজ রাজার পুত্র কাশীরাজ পৈতৃক অযোধ্য রাজ্যের উত্তরHপকারী হইয়া তদধিকার পরিত্যাগ করিয়া কাশীতে রাজপাট স্থাপন করেন । অপরে কহেন চন্দ্রবংশীয় পুর রবার কুলজাত ক্ষত্ৰৰুদ্ধ রাজার প্রপৌত্র কাশীরাজ এই রাজ্য স্থাপন করেন, তাহা হইতে কাশী নাম হইয়াছে । ইহার অার এক নাম বারাণসী । কাশীর উভয় পাশ্বের্বরুণ ও অসী নামে দুই নদী আছে, তৎসংযোগে এই নাম হইয়াছে। কাণীরাজের পৌত্র ধন্বন্তরি চিকিৎসা বিদ্যাতে অতি বিখ্যাত এবং অনেক দিরসাবধি এই রাজ্যের অধীশ্বর ছিলেন। ঐ ধন্বন্তরির পৌত্র দিৱোস্থায় আরো বিখ্যাত ছিলেন, এবং সৰ্ব্বদা যোগ সাধনে থাকিতেন। উহার যোগভঙ্গ জন্য দশ অশ্বমেধ