পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । tष, ७ई अनिलएका छन मांषांब्र१ श्रएँ-नांश्या কল্পিত । প্রজ্ঞ ব্যক্তিগণের মতে এই জ্বর দেবী ম্যt:লরিয়া ব্যতীত আর কিছুই নয়। এবং অনেকে বলেন যে, যে সকল জেলার পূর্বে যথেষ্ট ধনশালী লোকের বসতি ছিল, এখন সেই সকল স্থান শ্মশান হইয়া গড়িয়ছে । জোন্স সাহেৰ উtহার গবেষণপুর্ণ পুস্তকে কয়েকটী বিষয় উল্লেখ করেন নাই—সেগুলি এই। সোফোক্লিল নামক প্রসিদ্ধ নাট্যকার তাহীর কিলোকটেটস নামক নাটকের একটা দৃশ্বে জ্বরের অtফ্রমণের চিত্র দেখাইয়াছেন। ফিলোকটেটিস নিওপটোলেমাদের সহিত যখন জাহাজে উঠিতে যাইবেন তখন হঠাৎ তিনি জ্বরগ্রস্ত হন । এই জ্বরের সঙ্গে সঙ্গে গাত্রদাহ, এবং কম্পন আইসে এবং জ্বর-বিরামের সময় ঘৰ্ম্ম হয়। আমাদের দেশের প্রায় সকলেই ম্যালেরিয়ার ভাব-ভঙ্গী জানেন, সুতরাং এ প্রসঙ্গে তাহার বিষয় ठाषिक ¢लश वांछ्ला मांज । শ্ৰীভট্ট। প্রাচীন তিব্বতে চিকিৎসা-বিধি । ইয়ুরোপ যখন অসভ্য বৰ্ব্বরে পরিপূর্ণ, সেই প্রাচীন সময় হইতেই তিব্বতের পুরোধিত ও পণ্ডিতগণ সুনিপুন চিকিৎসক ছিলেন। সম্প্রতুি সাইবেরিয়ার বৌদ্ধগণ রুষ গবমেন্টের নিকট এক আবেদন করিয়াছেন যে, উtহাদের মধ্যে চিকিৎসা-বিদ্যালয় প্রতিষ্ঠিত হউক এবং তথায় তিব্বতের চিকিৎসা বিদ্যা শিক্ষা দেওয়া হউক । ॐ बiरबलन शश्ना द्वेष श्रूयश्वि' ङिन्त:ठझ अiहैौन চিকিৎসাশাস্ত্র সম্বন্ধে নানাপ্রকার অনুসন্ধান করিতেছেন। এই অনুসন্ধানের ফলে প্রকাশ পাইয়ছে, যে বার শত বৎসর পূৰ্ব্বে তিব্বতে ব্যবহৃত ভৈষজ্যপুস্তকসকলও তৎকালে অতি প্রাচীন °७ झण छ पणिग्न भ4ा श्रेख् । cन३ श्रृंखएक प्प गरुण सेक्षादिङ्ग उ.प्तष श्राप्श्, हेमूत्वा:शब्र ििक९नकभ१ डाहान्न रुझ्ण्डार्की 'प्द्र cम७लि अतिস্কারে সমর্থ ছন । অতি প্রাচীন কালের তিববতীয় চিকিৎসকগণ দেহ চয়ন—বিবিধ । >Q金 ठछ् मयtष्क नकण कथtई थtध्न ऊiनिtउन । मठूषाদেহে কয়খনি অস্থি আছে, কতগুলি শিরা, স্বায়ু আছে সকলই তাহtধ জানিতেন । এমন কি এই পুস্তকে লিখিত আছে যে, মসুয্যের দেহে এক কোটি দশ লক্ষ লোমকূপ आँप्छ । ऊंशप्लग्न भण्ड মস্তকই সকল অবয়বের রাজ এবং আমাদের জীবনের অবলম্বণ। মানবের কুঅভ্যাস বা অজ্ঞতা হইতেই এবং অধিকাংশ স্থলে অসংযত ইঞ্জিয়বৃত্তি হইতেই তাছার যাবতীয় রোগের উৎপত্তি। কুচিন্ত৷ আমাদের হৃৎপিণ্ড ও প্লীহার স্বাভাবিক শক্তি নষ্ট করে। দেড় সহস্ৰ বৎসর পূর্বে এই চিকিৎসকগণ রোগ নির্ণয়ের জন্য আধুনিক চিকিৎসকগণের ন্যায়ই উপায় অবলম্বন করিতেন। তঁহীরাও রোগীর নাড়ী, জিহব। ইত্যাদি পরীক্ষা করিতেন । যে সকল চিকিৎসক তাহাশের অস্ত্রাদি বিশেষভাবে পরিচ্ছন্ন না রাখতেন তাহাদিগকে কঠিন শাস্তি দান করা হইত। এই পুরাতন পুস্তক স্বাস্থ্যরক্ষা সম্বন্ধে উপদেশ দিয়াছেন যে, সুস্থ ব্যক্তিগুণ বিবেচনার সহিত নিয়মিতরূপে জীবন অতিবাহিত করিবেন, সৰ্ব্ব প্রকার অত্যাচার বা অনিয়ম পরিত্যাগ করবেন এবং দেহ-মনকে সৰ্ব্বতোভাবে শুদ্ধ রাখিতে চেষ্টা করিবেন। বিজ্ঞানের ভবিষ্যদ্বাণী—ইনডিপেণ্ডেণ্ট, (Independent) নামক পত্রিকায় আমেরিকার প্রসিদ্ধ বিজ্ঞানবিদ এডিসন সাহেব লিখিয়াছেন যে, আমরা পিত্য যে সকল ইন্ধন ব্যবহার করি, তাহার সম্পূর্ণ শক্তিকে আমাদের ব্যবহাৱে লগাইবার উপায় উদ্ভাবন করাই, পৃথিবীর ভবিষ্যৎ বৈজ্ঞানিক সমস্তগুলির মধ্যে প্রধান সমস্ত । আমাদের বর্তমান অবস্থায় ইন্ধন মাত্রেরই শক্তির যেরূপ অপচয় হইয়া থাকে, তাহা ভাবিয়া দেখিলে বিস্ময়কর বোধ হইবে । এক পাউণ্ড অর্থাৎ প্রায় অৰ্দ্ধ সের কয়লার এরূপ শক্তি আছে, যাহার বলে, সে পৃথিবীকে প্রদক্ষিণ করিয়া আসিতে পারে। আমরা তাহার উত্তাপ ও শক্তির অতি সামান্য অংশমাত্রই আমাদের ব্যবহারে নিযুক্ত করিতে সমর্থ হই ; অধিকাংশভাগই নষ্ট হয়। আধুনিক সৰ্ব্ব:শ্রষ্ঠ বাষ্পীয় এঞ্জিন কয়লার শতকরা