বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९२४ সুসময়ে এই নবগঠিত উন্নত জাতির উদ্দীপ্ত গৌরবের সময় তাদের আশা উৎসাহের অংশ গ্রহণ করতে আসবেন, তার আপনাকে আদর করে ডেকে নেবে ।” পাম্পলেটের লেখক ও বক্তা জীন ক্যাজটি এই কথা বলিয়া আসন ত্যাগ করিয়া উঠিলেন ও গৃহের মধ্যে পদচাবণ করিতে লাগিলেন । সোফি আপনার কাজ করিয়া যাইতেছিল ; এখন একটু করুণা ও বিদ্রুপের সহিত উত্তেজিত সংস্কারকের দিকে চাহিয়া বলিল, “ক্যাজটি মশার, অামুন, অমরা আরো একটা বেশি চিত্তাকর্ষক বিষয় নিয়ে কথাবার্তা কই ! আমার মডেল পিরি না আসাতে আমি ভারি হতাশ হয়ে পড়েছি, সে কিন্তু আর কখনো অামায় এরকম হতাশ করেনি।” ক্যাজটি নতমস্তকে নম্র অভিবাদনের সহিত কহিলেন, “অধিক চিত্তাকর্ষক বিষয় ত আপনার কথা ছাড়া আর কিছু খুঁজে পাই না, বিশেষতঃ, এ সময়ে ।” “অনুগ্রহ করে আমাকে আর ক্লাস্ত করে তুলবেন না। আপনি আজ যা খুণী তাই বলছেন। আমাদের সর্বট মনে রাখবেন ! আপনি যতক্ষণ অবধি না ভালবাসার কথা বলবেন, ততক্ষণ পৰ্য্যন্ত আপনি আমার পরম বন্ধু ! নয়, কি মশায় ?” সোফি তার সুকোমল কর ক্যাঞ্জটির দিকে বাড়াইয়া দিল । ক্যাজটি ধীরে ধীরে নিজের হাতের মধ্যে সেই গুন্ত্ৰ হাতখানি তুলিয়া লইয়া তাহাতে চুম্বন করিলেন, দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, “আমি নিজের অধিকার রক্ষা করতে জানি, সুনারি ! আমি জানি, আপনি ভীত নন; কিন্তু বাতাসে ঝড়ের বেগ বাড়ছে। ভারতী । আষাঢ়, ১৩১৭ অাজকার দিন একটা স্মরণীয় দিন হয়ে দাড়াবে। আমি জানি মারসেল্স্ থেকে একদল দুৰ্দ্ধৰ্ষ নাগরিক সৈন্ত প্যারিসে এসেছে। তা ছাড়া অসংখ্য ক্ষুধিত, ক্রুদ্ধ, উন্মত্ত লোক সেণ্ট আণ্টনি ও সেন্ট মরিসিও থেকে জলপথে এসে জমা হয়েছে। সে ভয়ানক দৃপ্ত আপনার দেখবার যোগ্য নয়। তাই বলি, এখানে আপনি থাকবেন না । এখনও পালান, এখনও অামি আপনাকে অনুমতি পত্র এনে দিতে পারবো” । “ন, ক্যাজটি মহাশয়! আমি প্যারিস ছেড়ে কিছুতে যাবো না। ডাকাতগুলো জমা হোক, তারা কি করতে পারবে, সৈন্তের নিশ্চয়ই রাজপক্ষে আছে” । “সে সম্বন্ধে ও একেবারে নিশ্চিন্ত হবেন না । ক্যাজটি স্থির হইয়া দাড়াইলেন । গ্রীষ্মের স্তব্ধ বায়ু আলোড়িত করিয়া অসংখ্য বন্দুক গর্জিয়া উঠিল। সে শব্দ সহসা থামিল না, অবিশ্রাম রহিয়া গেল। ক্যাজটি তীক্ষুদুষ্টিতে সোফির বিবর্ণ মুখের দিকে চাহিলেন । উত্তেজিত কণ্ঠে বলিয়া উঠিলেন, “টুইলারীর উপর আক্রমণ হচ্ছে। বেতনভূকৃগুলা আমার দেশের লোকের উপর গুলি চালাতে সাহস করচে । শীঘ্রই এর ফল পাবে, একটা বদমায়েস ও আজ স্থৰ্য্যাস্তের পর বেঁচে থাকবে না।” “ও মশায়! আমার সুইস সৈন্ত ! আমার সাহসী স্বদেশী ” শিহরিয়া উঠিয় দাড়াইয় সোফি উচ্চকণ্ঠে বলিয়া উঠিল—তুলিটা হাত হইতে পড়িয়া গেল—“তারা তাদের রাজার জন্ত যুদ্ধ করচে ?” ক্যাজটি ঘূণার সহিত কছিলেন, “রাজ !