বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । পরেও যদি আমি পৃথিবীব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য সম্বন্ধে অভিজ্ঞতা লtভ না করিয়া থাকি বা সাম্রাজ্যের উন্নতি ও মঙ্গলের প্রতি মনোযোগী ন হই, তাহা হইলে ব্যাপারটা খুব বিস্ময়কর হইবে সন্দেহ নাই।” আর এক সময়ে তিনি বলিয়াছিলেন—“ইংলণ্ড বলিতে আমি কেবল পশ্চিম সমুদ্রের এই দ্বীপপুঞ্জকে বুঝি न, श्रांमाङ्ग हेश्श७ शृथिदौभग्न वाॉक्षं श्ब्र পড়িয়া আছে।” যুবরাজ জর্জ যখন যেখানে গমন করিয়াছেন, তাহার ব্যবহারে আবাল বুদ্ধ বনিও। সকলেই বুঝিয়াছেন যে তাহদের ঐসমৃদ্ধির জন্য যুবরাজ অন্তরের সহিত ব্যগ্র ও সচেষ্ট। অপরের অবস্থার প্রতি সহানুভূতির ফলে তিনি সকল দেশেই সহস্ৰ সহস্র ব্যক্তিকে অচ্ছেদ্য বন্ধুত্ব স্বত্রে বন্ধ করিয়াছেন। তাহার অন্তদৃষ্টি অতি তীক্ষ। তিনি ভারতবর্ষ হইতে ইংলণ্ডে ফিরিয়া গিয়া ভারতের ইংরাজ কৰ্ম্মচারীকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন— আমাদের শাসন প্রণালী মধ্যে আমরা সহাস্থভূতিকে অধিকতর প্রসার দান করিলে, ভারত শাসন আরও সহজ ও সুখকর হইয় উঠে।” পরস্পরের মধ্যে সহানুভূতিই যে রাজা প্রজার সম্বন্ধ বন্ধনের মূল তাহা शूदब्रांछ निषू ङ इन नाई । সম্রাট জর্জ অনেক সদগুণে ভূষিত । তাছার প্রকৃতি সরল, অকপট, বিনয়ী,— পরদুঃখকাতর, সংযমী, ও ধৰ্ম্মভীরু । কোনও প্রকারের কাপট্য বা বঞ্চনাকে তিনি অন্তরের সহিত ঘৃণা করেন। তিনি নিজের প্রতি निङtसृहे कtáांद्र । श्रांशंद्र विशtद्र उँtशंद्र ভারতের নূতন সম্রাট।

¢ፃ

छांद्र गश्ययो शूझष भूद श्रब्रहे cनश्व शांच्च । সকল সময়েই তিনি আপনাকে কৰ্ম্মে নিযুক্ত রাখেন। পুস্তক পাঠ করা তাহার একটি বিশেষ প্রিয় কৰ্ম্ম । সম্রাটের গৃহজীবন ইংলণ্ডের আদর্শ বলিলেও অতু্যক্তি হয় না। সম্রাট ও সম্রাজ্ঞী উভয়ে পরস্পরের প্রতি একান্ত অনুরক্ত। পিতামাতা উভয়ে সন্তান গুলিকে লইয়া সৰ্ব্বদা কালাতিপাত করেন । তাছার চরিত্র নিষ্কলঙ্ক । আজ পৰ্য্যন্ত র্তাহার চরিত্রের প্রতি কেহ ইঙ্গিতেও কোনো দোষারোপ করিতে সাহস করে নাই। জুয়াখেলা, ঘোড়দৌড় ইত্যাদি বাসনকে তিনি ঘৃণা করেন । শিকারই তাহার একমাত্র আনন্দদায়ক ক্রীড়া। আমাদের নূতন সম্রাজ্ঞীও বিশেষ গুণবতী রমণী। তাহার বিচক্ষণ বুদ্ধি, তীক্ষু বিচারশক্তি এবং স্বাভাবিক সদাশয়তার গুণে তিনি পতির কঠোর কৰ্ম্মে যথার্থ সহধৰ্ম্মিণী হইবেন বলিয়া আশা করা যায় । - রাজ্য গ্রহণ করিয়াই তিনি ভারতবাসীকে র্তাহার পিতৃশোকে সহানুভূতি প্রকাশের জন্ত আন্তরিক ধন্তবাদ প্রদান করিয়া যে আশ্বাস বাণী প্রচার করিয়াছেন, তাহাতে আশ। হয় যে তাহার স্বৰ্গীয় পিতা ও পিতামহীর পদানুসরণ করিয়া, তিনিও ভারতের মুখসমৃদ্ধি বৃদ্ধি করিতে এবং প্রজার অসন্তোষ ও অশান্তি দূর করিতে যত্নবান হইবেন । ঈশ্বরের নিকট প্রার্থনা করি,—আমাদের এ आना नक्न श्डेक ७वर नूडन गमा ७ সম্রাজ্ঞী যথার্থ রাজধৰ্ম্ম পালন করিয়া অক্ষয়কীৰ্ত্তি লাভ করুন।