বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vogo কিছু নাই। দেশের নানারূপ দুঃখ দৈন্তের তুলনায় আমরা এখানে ভালই আছি। আমাদের অভাব দৈন্ত দেশের তুলনায় সামান্ত । কেহ কেহ এই সামান্ত ব্যাপারকেই মহা স্বাৰ্থত্যাগ ও দেশের পক্ষে গৌরবজনক বলিয়া বৃথা বাড়াইয়া থাকেন । কিন্তু এই অযথা প্রশংসায় আমাদের অপকারেরই সম্ভাবনা । ইহা আমাদের অtষ্মমৰ্য্যাদাকে আঘাত করে এবং সামান্ত কাৰ্য্যকে বড় করিয়া আমাদের কর্তব্যের গুরুত্ববোধকে আমরা ক্ষুঃ করি। * * * অামাদের দেশের জনসাধারণের ব্যবহারের বিষয়ে আরও দুই একটী কথা বলিবার আছে। আমাদের পুৰ্ব্ব পুরুষগণের দোষ দুৰ্ব্বলতা বিষয়ক নিন্দায় আমাদের শিক্ষিত সমাজের একদল মুখরিত হইয় আছেন। আবার আর এক দলের বিশ্বাস যাহা কিছু পুবাত্তন তাহাই ভাল নিখুত ও তাহা হইতে আর কিছু মহত্তর হইতে পারে না। পূৰ্ব্বোক্ত দলের মধ্যে অনেকেই অসহিষ্ণু সমাজসংস্কারক, যুগযুগান্তরের আবর্জন তাহার একদিনেই পরিষ্কার করিয়া ফেলিতে চান, এবং তাহ অসম্ভব দেখিয়া স্বস্ব আদর্শ বজায় রাখিবার জন্ত সমাজ শরীর হুইতে বিচ্ছিন্ন হইয়া কালক্রমে এতদুরে চলিয়া যান যে সমাজ হৃদয়ের ম্পন্দন তাহাদিগকে আর স্পর্শ করে না । ফলে উভয় পক্ষেরই ক্ষত। তাহারা যে উচ্চ উদ্দেশু ও মঙ্গল ইচ্ছা লইয়া কাৰ্য্যারম্ভ করেন পরিশেষে তাহাই অজানিত ভাবে সঙ্কীর্ণতায় পরিণত হয় । সমাজের কাজ করিবার জন্ত যে সহিষ্ণুতা, অধ্যবসায়, ও অনন্তপ্রেমের ভারতী । শ্রাবণ, ১৩১৭ আবগুক তাহার অভাব বশতঃই এরূপ হইয়া থাকে। অপরদিকে শিক্ষিত সমাজের গোড়া দল, চিন্তা শূন্ত, উদ্যমহীন ও মৃত প্রায়। সমাজের সহস্ৰ দোষ দুৰ্ব্বলতা দেখিয়াও বুঝিয়াও তাহার নিরীকরণের কোন চেষ্টা নাই ; মুকের মত তাহাই সছ করিয়া পিষ্ট হইতেছেন। ইহারাও সমাজ শরীরের ব্যাধি স্বরূপ । কেবল সমাজের দোষ দেখিয়া ও কীৰ্ত্তন করিয়া বিশেষ লাভ নাই। সেবা ও শিক্ষা বিস্তার দ্বারা সমাজের এই দুৰ্ব্বলতাগুলিকে দূর করিতে হইবে । ভারতের প্রত্যেক নরনারী লষ্টয় আমাদের যে সমাজ গঠিত তাহ শত দোষ দুৰ্ব্বলতা সত্বে ও অামার প্রাণেরপ্রাণ, আমি তাহারই একজন ; তাহ হইতে বিচ্ছিন্ন আমার কোন অস্তিত্ব নাই। মাতার যে ব্যাধি তাহ নিবারণের জন্ত কায়মন প্রাণে আমাদের তাহার সেবা করিতে হুইবে । মাটীর মত সহিষ্ণু হইয়া যেন চিরকাল তাহারই সেবা করিতে পারি। সেবাই আমাদের ধৰ্ম্ম ও সেবাই আমাদের কৰ্ম্ম । 藝 歌 o নিম্নশ্রেণীর উপর অত্যাচীর পৃথিবীর সৰ্ব্বদেশেই হইয়৷ আসিয়াছে ও এখনও যথেষ্ট হইতেছে । অথচ জনসাধারণ পৃথিবী ভরিয়াই আজ মাথা তুলিয়া উঠিতেছে ও তাছাদের স্তায্য অধিকারের দাবী করিতেছে । এষ্ট অত্যাচার প্রসঙ্গে আমাদের অনেক লজ্জাকর কথার সহিত প্রশংসার কথাও কিছু আছে। পাশ্চাত্য দেশের প্রবলঞ্জাতি সমূহের সংঘর্ষে আসিয়া অনেক দুৰ্ব্বল জাতি পৃথিবী হইতে नृक्ष इहेग्राह ७ श्रडtइ ७भन कि “मन অনেক জাতি ইহা পৌরুষকর বলিয়া মনে