পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 পরে নরিস সাহেব সম্রাটকে নজর স্বরূপ ২০ • মোহর প্রদান করাতে আউরংজেব কিছু সন্তুষ্ট হইয়াছেন বোঝা গেল। কিন্তু এই ইংরাজ দূতের দুর্ভাগ্যবশতঃ এই সময়েই স্বরাট হইতে সংবাদ আসিল—যে মক্কাযাত্রীসহ তিন থানি জাহাজ ইংরাজ জলদসু আটক করিয়াছে। এই জাহাজ গুলি যtহাতে নিৰ্ব্বিঘ্নে আইসে তাহার জন্য উজীরগণ নরিস সাহেবের নিকট প্রতিভূ চাহিলেন ও ভবিষ্যতে ইংরাজ দম্য যাহাতে মোগলের বাণিজ্যের কোন রূপ বাধাবিঘ্ন না জন্মায় তাহার জন্য ও জামিন চাহিলেন । ইংরাজ দূত এ &স্তাবে অসম্মত হওয়াতে সম্রাট কোন রূপ ফাৰ্ম্মাণই দিলেন না। বাধ্য হইয়া ৫ই নবেম্বর সার নরিস মোগলছাউনি পরিত্যাগ করিলেন । সম্রাটের মন্ত্রীগণ নরিসকে জলদসু্যর জামিন লাইতে সন্মত করিবার জন্য বিশেষ চেষ্টা করিতে লাগিলেন এবং ব্রামপারে কয়েক দিন তাহাকে এক প্রকার আটকাইয়াও রাখিলেন । ইতি মধ্যে ইংলণ্ডেশ্বরের জন্য সাংানসা প্রেরিত এক পত্র ও তরবারি পৌছিল এবং ৭ই জানুয়ারী নরিস র্তাহার গন্তব্য পথে অগ্রসর হইলেন। ১২ই এপ্রিল স্বরাট পেী ছয় তিনি ২৯শে তারিখে জন্মভূমি অভিমুখে প্রস্থান করিলেন। দুঃখের বিযয় তিনি সেণ্ট হেলেনা পৌছিবার পুৰ্ব্বেই মৃত্যুমুখে পতিত হইলেন। • Stuart. Also Broome P. 32. ভারতী। ভাদ্র, ১৩১৭ এই দৌত্যকার্য্যে কোন সুবিধা হওয়া দূরে থাকুক ইংরাজ কোম্পানীর যথেষ্ট অর্থধ্বংস হইয়াছিল। পরন্তু সম্রাটের আদেশানুযায়ী কাৰ্য্য করিতে অসম্মত হওয়াতে এবং ইংরাজ জলদসু্যগণের অত্যাচার দিন দিন বৰ্দ্ধিত হওয়াতে সম্রাট ক্রোধান্ধ হইয় তাহার সাম্রাজ্যের প্রত্যেক ইউরোপীয়ানকেই কারাগারে নিক্ষেপের আদেশ দেন ।* পরবর্তী প্রবন্ধে আমরা অন্য দেীত্যের বিবরণীতে দেখাইব যে সেবার ইংরাজ ইচ্ছাথযায়ী সফল কাম হইয়াছিলেন । এই প্রবন্ধের সহিত আমরা পুরাতন কোম্পানির তখনকার ( Arms ) চিত্র সংযোজিত করিলাম। পুরাতন কোম্পানির তকমা উজ্জল বিচিত্র বর্ণের আর নল কোম্পানরি তকমার ংচং অপেক্ষাকৃত কম। এ সম্বন্ধে Sir Gcorgc Birdwood Wf&l afwyttsa ŵfel বিশেষরূপে উল্লেখযোগ্য। “The change of arms and particularly in the নুতন ও তকম{ dominant colours of the arms of the East India Company, as shown în Plates I and II foreshadowcd its transformation from a mer cantile corporation into a great military powcr.” শ্ৰীযোগীন্দ্রনাথ সমান্দার।