বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা। গ্রহণ করে। আন্তেনারিয়া (Antennaria) মামক ক্ষুদ্রাকার বিশিষ্ট একরূপ মৎস্ত এই সমুদ্রে বাস করে। ইহাদিগের মস্তকের উপর শৃঙ্গের হার একপ্রকার তীক্ষু গুড় আছে, সাধারণতঃ শীকার কার্য্যে চহাই তাহাদিগের প্রধান অস্ত্র স্বরূপ। ইহাদের মুখের ভঙ্গিমা ও অদ্ভুত ধরণের । এই ক্ষুদ্র জাতীয় মৎস্ত সমুদ্রে ডিম্বাকৃতি একপ্রকার গৃহ নিৰ্ম্মাণ করে। এই সকল আবাস-স্থান সাধারণতঃ ফুটবলের অপেক্ষা কিছু বৃহৎ আকারের। সারগাসমৃ জাতীয় উদ্ভিদে মুতার মত সুহ্ম অসংখ্য স্তবক থাকে ; এই সকল স্তবকের গাত্রে বহু পরিমাণ বায়ুপুর্ণ কোষ জন্মে। এই সকল কোষের সাহায্যে স্তবকগুলি ঠিক সমুদ্রের উপর অৰ্দ্ধ নিমজিত ভাবে থাকে। যেখানে একত্র জড়িত হইয়াছে, কেবল সেই সকল স্থানেই মৎস্তোরা আপনাদিগের বাসে,পযোগী নীড় রচনা করিয়া লয় । এক্ষণে ইহাদিগের আবাস-নিৰ্ম্মাণের প্রণালী সম্বন্ধে আমরা দুই এক কথা বলিব । প্রথমতঃ একটা সুদীর্ঘ লতার এক প্রান্ত সেই শু,পাকার স্তবকগুলির ভিতর দিয়া ইগর টানিয়া লয়। ইহাদিগের এই কার্য-প্রণালী অনেকটা আমাদের দেশে প্রচলিত র্তীতের মাকুর মত। এই ভাবে পুনঃ পুনঃ লতানিবার পর যখন জড়িত লতাগুল্ম গুলি বেশ জট পাকাইয়া যায়, তখন শিরিষের মত এক প্রকার নির্য্যাসের দ্বারা তাছার সেই সকল ‘লতানে উদ্ভিদ গুলি পরস্পর সংলগ্ন করিয়া দেয়। এই নিৰ্য্যাস সাধারণতঃ তাহাদিগেরই উদরের লালাগ্রন্থি হইতে নির্গত হইয়া থাকে। অনেকগুলি স্তবক চয়ন --জলে বাসা । (to 4 ইহাদিগের বাসস্থানগুলির সহিত পক্ষীদিগের বাসস্থানের কোনরূপ গোঁসাদৃশু নাই। ইহাদিগের বাসস্থানের মধ্যভাগে বাসের জন্য গহবর থাকে না । ডিম্বগুলি উদ্ভিদ সমূহের গাত্রে দৃঢ়ভাবে সংশ্লিষ্ট থাকে। প্রসবের পর সেই সকল উদ্ভিদের আর একটা স্তর ইহার বাসস্থানের উপর গড়িয়া তুলে। এই কার্য্যের অব্যবহিত পরেই পুরুভূজ নামক একপ্রকার ক্ষুদ্র এবং অপরূপ উদ্ভিজ্জ প্রাণিবিশেষ গুচ্ছাকারে এই সকল উদ্ভিদের প্রত্যেক শাখা-প্রশাখায় বুলিতে থাকে। তাছাদিগের অঙ্গ দিয়া ফসফরাসের দ্যায় এক প্রকার নীল ও শুভ্র জ্যোতি বাহির হয়। এইরূপে একে একে বাসস্থান গুলির নিৰ্ম্মাণ-কাৰ্য্য সমাপ্ত হইলে সেই সকল উদ্ভিদের শাখা প্রশাখা হইতে সবুজ ও পীত বর্ণের নান সুকোমল পল্লব বাহির হইতে থাকে। প্রায় সমস্ত আবাসস্থানটুকুই সমুদ্রের উপরিভাগে ভাসিয়া থাকায় অপূৰ্ব্ব শোভা বিস্তার হয় । প্রস্তুতি মৎস্ত স্বীয় আবাসগৃহের চারি পাশ্বে ঘুরিয়া বেড়ায়, কখনো বা আবাসগৃহের উপরেই সে পাথন ভাসাইয়ু বিশ্রাম করে । ডিম্বগুলি একে একে ফুটিতে আরম্ভ করিলে, পূর্বোল্লিখিত উদ্ভিদগুলির বন্ধন ক্রমশই শিথিল হইয় পড়ে। তখন বাসগৃহটি ঠিক একটী লতাকুঞ্জের মত দেখায়। শিশু মৎস্তগুলি একটু সক্ষম হইলেই সেই লতাকুঞ্জের আশে-পাশে ধীরে ধীরে সস্তরণ করিয়া বেড়ায় এবং কোন বিপদের আশঙ্কা দেখিলেই লতাকুঞ্জের মধ্যে লুকাইয়া পড়ে। ভূমধ্যসাগরে রেক গোবি ( black goby) নামক অন্ত এক জাতীয় মৎস্ত বহুল