পাতা:ভূগোল সার.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩8
ইউরোপ।
ইউরোপের অন্তঃপাতি রাজ্য এবং প্রধান নগর।
রাজ্য
 
প্রধান নগর
টস্কেনি
 
ফ্লোরেন্স
পোপডম
 
রোম
সার্ডিনিয়া
 
টিউরিন্ কেগ্লিয়ারি
তুরস্ক
 
কনষ্টাণ্টি নোপল ব্লথ্রেড্
গ্রীস্
 
এথেন্স
ইংলণ্ড
 
লণ্ডন
স্কট্লেণ্ড
 
এডিনবর্গ
আয়রলেণ্ড
 
ডব্লিন্


আফ্রিকা দেশের প্রধান খণ্ড সকলের বিবরণ।

 ইউরোপের দক্ষিণ পার্শ্বস্থ আফ্রিকা প্রায়দ্বীপ সোএজ ডমরু মধ্য দ্বারা উত্তর পূর্ব্ব কোণে আসিয়ার সহিত সংযুক্ত হইয়াছে।

 আফ্রিকার মধ্যে কত রাজ্য আছে, অদ্যাপিও সম্পূর্ণ রূপে তাহার বিশেষ প্রকাশ হয় নাই।

 আফ্রিকার উত্তর ভাগে মরক্কো, ফেজ, এল্জিয়র্স, টুনিস, ত্রিপোলী, এই সকলকে বারবেরি রাজ্য বলেন, মিসর দেশ ইহার উত্তরে আছে।

 পশ্চিমে গিনী, (এইস্থানে ইউরোপীয়েরা দাসক্রয়ার্থে