পাতা:ভূগোল সার.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
৪৭
আমেরিকার দ্বীপ।

 আমেরিকা দেশীয় সমুদায় দ্বীপের মধ্যে দক্ষিণামেরি কার দ্বীপসকল অতিশয় বিখ্যাত। উত্তর এবং দক্ষিণামেরিকার মধ্যে দ্বীপসমূহ আছে, যথা বাহামা, বৃহৎ এণ্টিলিষ, ক্ষুদ্র এণ্টিলিস,কেরিবীজ, এবং বর্ম্মুডাস।
 কুবা এবং পোটরিকো এই দুইদ্বীপ বৃহৎ এণ্টিলিসের অন্তর্গত। চিলির পশ্চিমে জুয়ন ফর্ণাডেজ। চিলির দক্ষিণে কিলোদ্বীপ, এবং টগোনিয়ার পূর্ব্বভাগে ফক্ল্যাণ্ড দ্বীপ সকল স্পেইন জাতীয় দিগের অধিকার।
 জেমিকা, বৃহৎ এণ্টিলিসের এক দ্বীপ। বার্ব্বাডোশ, এণ্টিগুয়া,সেইণ্ট বিন্সেণ্ট, ট্রিনিড্যাড এবং অন্য কতিপয় দ্বীপ কেরিবিজের অন্তর্গত। কেনাডার পূর্ব্বভাগে নিউফৌণ্ডল্যাণ্ড এক বৃহৎ দ্বীপ। উত্তরামেরিকার পশ্চিম সীমাতে কোয়াড্রা দ্বীপ, তাহাতেগ্রেট ব্রিটনের অধিকার।  কেরিবীজের অন্তর্গত গোয়াডালোপ, মার্টিনিক্ ইত্যাদি কতিপয় দ্বীপে ফ্রেঞ্চ জাতির অধিকার।
 ক্ষুদ্র এণ্টিলিসের অন্তর্গত কুরোকোয়া, এবং কেরিবীজের অন্তর্গত সেইণ্ট ইউষ্টেটিয়া এই দ্বীপদ্বয়েতে ডচ্জাতির অধিকার।
 হেটী, অথবা সেইণ্ট ড়োমিঙ্গো দ্বীপ কুবাভিন্ন দাক্ষিণামেরিকার সমুদায় দ্বীপাপেক্ষা উচ্চ তাহা পূর্ব্বে ফ্রেঞ্চ এবং