পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়ে'হন, একাদশ অধ্যায় । o ৪৭ তখন প্রধান যাজকের ও ফারসীরা মন্ত্রী সভা করিয়া বলিল, আমরা কি করিতেছি? এ মনুষ্য তো বহু আশ্চৰ্য্য করে। ৪৮ তাহাকে যদি এই মত থাকিতে দি, তবে সকলেই তাহকে বিশ্বাস করিবে, এবং রুমি লোকেরা আসিয়া অামারদের স্থান ও রাজ্য উভয় দূর করবে। ৪১ এবং তাহারদের একজন কাইফ নামে সেই বৎসরে মহা যাজক হইয় তাহারদিগকে কহিল, তোমরা কিছুই জান না। ৫০ এবং বিবেচনাও কর না, যে লোক সকলের কারণ এক জন মরিতে আমারদের আবশ্যক আছে, যেন দেশ সমূহ নষ্ট না হয় । ৫১ এবং ইহা সে আপনাহইতে কহিলেক না, কিন্তু সেই বৎ সর প্রধান যাজক হইয়া সে ভবিষ্যৎ কথা কহিল, যে য়িস্তু সেই দেশের কারণ মরিবেন । ৫২ কিন্তু কেবল সেই দেশের কারণ নয় তিনি ঈশ্বরের দিদ্বিদিগ ছাড়ান্য সন্তানের দিগকে একত্র করিয়া একলোক করিবেন। ৫৩ তখন তাহার সেই দিন হইতে এক বাক্যতা করিয়া তাহাকে মারিয়া ফেলিতে যুক্তি করিল। ৫৪ অতএব য়িস্ত য়হুদিরদের মধ্যে স্লষ্ট রূপে আর ফিরিলেন না, কিন্তু তথাহইতে মহান্তরের নিকটে এক দেশ তাহাতে অফুিম নামে এক নগরে গেলেন এবং তাহার শিষ্যেরদের সহিত্ত সেই স্থানে থাকিলেন । ৫৫ পরে সুহুরিদের পেশক্ষ পৰ্ব সময় উপস্থিত হইল, তাহাতে পেশাঙ্কের পূৰ্বে অনেক আপনারদিগকে পরিস্কার করিতে গ্রামখ হইতে রিয়োশলমে গেল। ৫৬ সে সকল য়িস্তর অনুসন্ধান করিলেক, এবং মন্দিরে উপস্থিত হইয়া পরল্পর বণিতে লাগিল, তোমরা কি বুক্স, তিনি কি গৰ্বেতে আসিবেন না ;