পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•. মহাত্মা কালীপ্রসঙ্গ সিংহ । দ্বারা হিন্দু পেটিয়ট পরিচালনায় পত্ৰখানির গৌরবন্ত্রাস হইতেছে। অবশেষে তিনি নবীনকৃষ্ণ বস্তু, কৈলাসচন্দ্র বসু ও কৃষ্ণদাস পাল, এই তিন জনের উপরে ‘হিন্দু পেটিয়টের সম্পাদন-ভার প্রদান করিলেন। নবীনকৃষ্ণ বস্ত্র, কৈলাসচন্দ্র বস্তু ও কৃষ্ণদাস পালের সহযোগিতায় পত্ৰখানি কিছুদিন সম্পাদিত হইল ; অবশেষে একমাত্র কৃষ্ণদাসের অধীন হইয়া পড়িল । এই সময়ে কৃষ্ণদাস ব্রিটিশ ইণ্ডিয়ান সভার কয়েক জন প্রধান ' সত্যের দ্বারা কালীপ্রসন্নকে অনুরোধ করাইলেন যে, কাগজ-" খানির পরিচালনভার বিদ্যাসাগর মহাশয়ের নিকট হইতে গ্রহণ করিয়া তাহাদিগের উপর জপিত হউক । * কালীপ্রসন্ন প্রথমে

  • ৮ক্ষ্ণদাস পালের চরিতকার ঐযুক্ত রামগোপাল সাল্লাল মহাশয় লিখিয়াছেন ঃ

“কৃষ্ণদাস বিদ্যাসাগর মহাশয়ের অধীনে থাকিয়া হিন্দু পেট য়ট চালাইতে বোধ হয় ইছুক ছিলেন মা। তাই তিনি তলায় তলায় ব্রিটিশ ইণ্ডিয়ান সভার সভ্যদিগকে উক্ত কাগজের সশ্বাধিকারী হইবার জন্য উত্তেজিত করিতে লাগিলেন । কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের নিকট প্রভাব হইতে লাগিল যে, হিন্দু পেটিয়ট বিদ্যাসাগরের অধীনে ম) রাখিয়া উন্থা কতিপয় ট্রষ্টির হস্তে সমপিত হউক। কিন্তু ঐ প্রভাব বিদ্যাসাগরের নিকট কে করিবে, এই বিষম সমস্তা প্রস্তাবকারীদিগের মনে উদিত হইল। এই কথা চালাচালি হইতে হইতে বিদ্যাসাগর সময় পরিশেষে জানিতে পারিলেন যে, কালীপ্রসন্ন বাবুর নিকট এই প্রস্তাব হইতেছে। তেজী ব্রাহ্মণশ্রেষ্ঠ বিদ্যাসাগর এইরুপ লুকাস্ত্রীর মধ্যে থাকিবার লোক নহেন। তিনি অবিলম্বে ছিন্তু পেট্রয়টের কর্তৃত্ব পরিত্যাগ করিলেন। কৃষ্ণদাস সেই সুযোগে হিন্দু পেটিয়টের টুইডিছ, কালীপ্রসন্ন বাবুর নিকট হইতে লেখাইয়া লইলেন। এইরূপে হরিশের সালের হিন্দু পেষ্টয়ট ঐ সম্পত্তি বলিয় রাজারে চিহ্নিত হইল। কি গুপ্ত অভিপ্রায়ে কৃষ্ণদাস এই কাৰ্য্য করিয়াছিলেন, তাহা জানিবার উপায় নাই।” —‘হিন্দু পেয়িটের ভূতপূৰ্ব্ব সম্পাদক কৃষ্ণদাস পালের জীবনী ৩০—৩১ পৃষ্ঠা।