পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ge মহাত্মা কাষ্ঠীপ্রসন্ন সিংহ । AASAASAASAASAASAASAASAAMMAMMMMMMMMMMSJ হইবার সম্ভাবনা । এ মতে স্বীকার করিতেছি যে উক্ত কাগজের অক্ষর ও লওয়া জমা দ্রব্য ও উপস্বত্ত্বের প্রতি আমার স্বত্ত্ব রহিল না। কস্মিনকালে আমি কি আমার উত্তরাধিকারী কোন দাবী দাওয়া করিব না ও করিবেন না। যদি করি কিম্বা করেন, সে বাতিল ও নামঞ্জুর। SS SSAS SSAS SSAS SSAS নিয়ম। ১। অত্র পেটিয়ট কাগজের গত এডিটার ৬হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের নামে স্থায়ী থাকা জন্য এই হিন্দু পেটিয়ট নাম কখন পরিবর্তন হইবে না। যে পর্য্যন্ত এই কাগজ আপনাদের হস্তে থাকিবে, তাবৎকাল ঐ কাগজের নাম হিন্দু পেটিয়ট নামে প্রচলিত থাকিবেক এবং আপনার ঐ কাগজ অন্য কোন সস্বাদ কাগজের সহিত যোগ কিম্বা মিশ্রিত করিতে পারিবেন না ! ২। কস্মিনকালে এই হিন্দু পেটিয়টের কৰ্ম্মনির্বাহকালে আপনাদের কর্তৃত্বকালে কোন রকমে ক্ষতি হইতে পরিবে না। আর ঐ কাগজ ও তাহার গুড উইল ব্যতীত তৎসম্বন্ধীয় অক্ষর মায় লওয়া জমা বিক্রয় করিতে আপনাদের ক্ষমতা থাকিবে । কিন্তু ঐ মূল্যের টাকা আপনার নিজে ভোগ না করিয়া প্রেসের দেন শোধ বাদ আর অবশিষ্ট টাকা হরিশ মেমোরিয়াল ফাণ্ডে অর্পণ করিবেন। ৩। অস্ত কোন কাগজ পেটিয়টের সহিত মিশ্রিত করিলে কিম্বা আপনার স্বয়ং কোন মুদ্রাযন্ত্রালয় ক্রয় করিয়৷