পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । 酸象 ای میم هبہجسمہ‘‘مہیمیاء আসিতেছে । * কেবল মধ্যে কিয়ৎকাল বঙ্গভাষানুবাদক সমাজের অর্থকৃচ্ছ উপস্থিত হওয়ায় তাহার অন্যথা হইয়াছিল । বিধিমত প্রকারে বাঙ্গালি ভাষার উন্নতি-সাধন ও পুরাবৃত্ত, ভূগোল, জ্যোতিষ, ভূতত্ত্ব, প্রাণী বিদ্যা, পদার্থবিদ্যা ও শিল্পসাহিত্যাদি অপরাপর বিবিধপ্রকার বিদ্যার শিক্ষা প্রদান করাই বিবিধার্থসংগ্রহের মুখ্য উদ্দেশ্য ; তদ্বিষয়ে বিবিধার্থ কতদূর পৰ্য্যন্ত কৃতকাৰ্য্য হইয়াছে, তাহ সহৃদয়-সমাজের অগোচর নাই। সৎসঙ্কল্পের আশ্রয়ে ও গুণগ্রাহিগণের উৎসাহে অত্যন্ত্রকাল মধ্যে বিবিধার্থ অনেকের প্রেমাস্পদ হইয়াছে । যে নিয়মে বিবিধার্থসংগ্রহ প্রকটিত হইয়া আসিয়াছে, বোধ হয়, বঙ্গদেশে অপরাপর মাসিক পত্রিকা সত্ত্বেও তাহ পাঠকবর্গের নিম্প্রয়োজন বোধ হইবে না। বিবিধার্থ এতকাল ভুবনবিখ্যাত ভারতবর্ষীয় ভূপতিবর্গের জীবন-চরিত, বীরপ্রসবিনী রাজপূতনার পূর্ব-বিবরণ, ভিল, গোগু, শিক্‌ ও পৃথিবীর প্রান্ত ও পশ্চিম দেশবাসী জনগণের বিচিত্র উপাখ্যান এবং তাহাদিগের ব্যবহার বৃত্তাস্তাদি পাঠকমণ্ডলীর সুগোচর করিয়াছে। স্বভাবসিদ্ধ রহস্য, নীতিগর্ভ উপন্যাস প্রভৃতি নানাবিধ বিষয়ের আলোচনায় বিবিধার্থ আপন নামের স্বার্থকতাসাধনে ক্রট করে নাই। বিবিধার্থ কি বিদ্যাবর্তী রমণীকুল, কি তত্ত্বদর্শী পণ্ডিতসমাজ, সর্বত্রই তুল্য

  • বিবিধার্থ-সংগ্রহ ছয় খণ্ড রাজেন্দ্রলাল মিত্র কর্তৃক সম্পাদিত হইয়াছিল বটে ; কিন্তু ইহা ১৭৭৬ শকে নহে-১৭৭৩ শকাব্দের কাৰ্ত্তিক মাসে প্রথম ঐকাশিত হয়। মধ্যে কিছুকাল পত্রিকাখানি বন্ধ ছিল।