পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । *為 পত্র, মিত্র মহাশয়ই তাহার উপযুক্ত পাত্র ছিলেন ; অনুবাদকসমাজ, বিবিধার্থ সহৃদয়-সমাজের স্নেহভাজন ও পাঠকমণ্ডলীর নিতান্ত নিম্প্রয়োজনীয় নহে জানিয়াই অগত্যা আমারে তৎপদে প্রতিষ্ঠিত করিয়াছেন ; কিন্তু বিবিধার্থ-সম্পাদন-পদ স্বীকার করিয়া আমি অসমসাহসিকতার কার্য্য করিয়াছি। সাহিত্যসংসারে আমার নাম অশ্রুতপূৰ্ব্ব ; সুতরাং এতাদৃশ অসদৃশ গুরুভার মাদৃশ জনস্বারা অব্যাঘাতে নির্বাহিত হইবে এমত আশা করা যায় না; কেবল ভূতপূৰ্ব্ব সম্পাদক গন্তব্যপথ পরিষ্কার করিয়া গিয়াছেন ভরসা আছে, আমি সাবধানে সেই পথে র্তাহার অনুসরণ করিলে ক্রমে পাঠকবর্গের মনোরঞ্জনে সমর্থ হইব। সচ্ছিদ্র মণিখণ্ডে সূত্র প্রবেশনের স্যায় আমার পক্ষে অস্থলভ হইবে না। এক্ষণে যে সকল সরলহাদয় মহাত্মার প্রথমাবধি বিবিধার্থের প্রতি অকৃত্রিম স্নেহ ও অনুরাগ-প্রদর্শন করিয়া আসিতেছেন, এক্ষণেও যেন তাহার নুন না করেন। ইহার ভূতপূর্ব সম্পাদক যেমন অবিচলিত অনুরাগ সহকারে পাঠকমণ্ডলীর মনোরঞ্জন করিয়া আসিতেছিলেন, এক্ষণে আমিও নিজ সাধ্যানুসারে তাহার ক্রটি করিব না। পূৰ্ব্ব-সম্পাদকের অনবসরবশতঃ বিবিধার্থ কিছুকাল অনিয়মে প্রচারিত হইয়াছিল, তজ্জনিত অপরাধ পাঠকগণ নিজ নিজ কৃপাগুণে মার্জন করিবেন, ভবিষ্যতে বিবিধার্থ প্রতিমাসের প্রথম দিবসেই আপনাদিগের দ্বারস্থ হইবে । “অবশেষে বিবিধার্থের চিরপরিচিত হিতচিকীযু বান্ধববর্গের