পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । ፄ» SAASA SAAAS AAAAA SAAMSJJMS SSAS SSASAMSMS SMSMSSSSSSS SSAAASAAA SAS A SASMS MAMMMMMSAAAASAASAASAAAS থাকিতে পারেন নাই । তিনি বিদ্যোৎসাহিনী সভা হইতে বঙ্গের শিক্ষিত সমাজের প্রতিনিধি রূপে মধুসূদনকে একখানি অভিনন্দনপত্র ও রৌপ্য নিৰ্ম্মিত মূল্যবান পানপাত্র উপহার প্রদান করিয়া তাহাকে প্রকাশ্যভাবে উৎসাহিত করিয়াছিলেন । মধুসূদনের জীবন-চরিত-রচয়িত লিখিয়াছেন, “কালীপ্রসন্ন বাবুর অভ্যর্থনা মধুসূদনের প্রতিভার অতি গৌরবজনক পুরস্কার।” কালীপ্রসন্ন যদিও নির্ভীকচিত্তে স্বীয় বিবেকানুযায়ী কাৰ্য্য নিষ্কামভাবে সম্পাদিত করিতেন, কি দেশবাসী, কি রাজকৰ্ম্মচারী, কাহারও নিন্দ বা ভ্ৰকুটী গ্রাহ করিতেন না, তিনি সকলেরই সম্মান ও শ্রদ্ধা লাভ করিতে সমর্থ হইয়াছিলেন। র্তাহার চরিত্রের সরলতা, অমায়িকতা, নির্ভীকতা ও স্পষ্টবাদিত গুণে তিনি সর্বত্র সমাদৃত হইতেন। মিষ্টার লঙের অর্থদণ্ড প্রদান ও স্তর মর্ডণ্ট ওয়েলসকে তিরস্কার করা সত্ত্বেও কালীপ্রসন্ন সমাজে এত উচ্চস্থান অধিকৃত করিয়াছিলেন যে, স্তর জন পিটার গ্রাণ্টের সময়ে এতদ্দেশে দ্বিতীয়বার অবৈতনিক ম্যাজিষ্ট্রেটের পদের স্বষ্টি হইলে ১৮৬৩ খৃস্টাব্দে কালীপ্রসন্ন কলিকাতার অনারার ম্যাজিষ্ট্রেট ও জঃিস্ অব দি পীস নিযুক্ত হইয়াছিলেন। তিনি কলিকাতার উপকণ্ঠস্থ মিউনিসিপ্যালিটীরও কমিশনর নির্বাচিত হইয়াছিলেন । রাজসন্মান ।