পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাত্মণ কালীপ্রসন্ন সিংহ । ぐ。ー、ヘヘヘヘ*********ヘヘヘヘ*、*、*、*、*、ヘヘヘヘへ****ーベ *、****、*、****へ******、*、***ヘヘヘ*** ヘヘ* ~ ব্ৰত উদযাপিত হইল। এই আটবৎসরের বহুপরিশ্রম ও যত্নসঞ্জাত সাহিত্যকুসুম অন্য কোন নিভৃত নির্বাতস্থলে বিন্যস্ত করা কোন ক্রমেই যুক্তিসঙ্গত নহে। বিশেষতঃ মহাভারত যেরূপ অনুপম গ্রন্থ, উহাতে ভারতেশ্বরী মহারাজ্ঞীর নাম অঙ্কিত ন হইলে শোভা পায় না । যেমন দেবতারা বহুপরিশ্রমে পয়োনিধি মন্থন করিয়া তদৃথিত পারিজাত কুসুম সুররাজ পুরন্দরকে তাপণ করিয়াছিলেন, তদ্রপ আমি এই বহুযত্নলব্ধ বিকসিত ভারতপঙ্কজ আপনাকে উপহার প্রদান করিলাম । ভারতেশ্বরি । অবশেষে জগদীশ্বর সমীপে আমার এই প্রার্থন যে, ভারতবর্ষের রাজা বিক্রমাদিত্যের রাজ্যশাসন সময়ে যেরূপ কালিদাসাদ ভুবনবিখ্যাত মহাকবিগণ জন্মগ্রহণপূর্বক ংস্কৃত সাহিত্যের উন্নতি-সাধন করিয়া গিয়াছেন এবং মহারাণী এলিজেবেথের ইংলণ্ডশাসন সময়ে যেরূপ সেক্সপিয়ার প্রভৃতি কতিপয় সুপ্রসিদ্ধ কবি জন্মগ্রহণ করিয়া কবিত্বশক্তির পরাকাষ্ঠা প্রদর্শন পূর্বক তাহার শাসনকাল চিরস্মরণীয় করিয়া রাখিয়াছেন, তক্রপ আপনার শাসনকালেও হিন্দুস্থান শত শত সংস্কৃত সাহিত্যদীপের উজ্জ্বলতা সাধন করিয়া লোকের মোহান্ধকার নিরাকৃত ও এই বিশ্বরূপ বাসগৃহ আলোকিত করুন। ইতি— মহারাজ্ঞি ! . আপনার চিরামুগত প্রজা ও সারস্বতশ্রেম, বিনয়াবনত দাস শকাব ১৭৮৮ ৷ শ্ৰীকালীপ্রসন্ন সিংহ ।”