পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ । > * .-ാസസ്\b.സ/\,\,\,\സസ് হিতেন্দ্রনাথ লিখিয়াছেন,—র্তাহার এই চেষ্টার জন্য সমস্ত সঙ্গীতসমাজ তাহার নিকট কৃতজ্ঞ। “মহাভারতের জন্য তিনি সমস্ত সাহিত্যজগতে যেমন ধন্যবাদের পাত্র সেইরূপ কলাবতী বীণা তাম্বুরার কাগজের তুম্বের জন্য কলাবত জগতে তিনি ধম্বাহঁ । এই চেষ্টা তাহার সাঙ্গীতিক উন্নতির চেষ্টার পরিচায়ক।” এই প্রবন্ধপাঠে আরও জানা যায় যে, “9 কালী সিংহ মহাশয়ের প্রাসাদসম বাড়ীতে সঙ্গীতের উন্নতির জন্য সঙ্গীতচর্চার জন্য এবং তজ্জনিত আনন্দলাভের জন্য একটা সঙ্গীতসমাজ নামে বৃহতী সভা স্থাপিত হয়।” আমরা পূর্বেই বলিয়াছি যে, কালীপ্রসমের মহত্ব ও গৌরব কেবলমাত্র সাহিত্যপ্রেমের উপর প্রতিষ্ঠিত নহে, উহা উচ্চতর স্বদেশপ্রেমের উপর প্রতিষ্ঠিত। তিনি দেশের মঙ্গলকর সর্বপ্রকার সদনুষ্ঠানে অগ্রণী ছিলেন। বিদ্যাসাগর মহাশয়ের বিধবা-বিবাহ প্রবর্তন ও বহুবিবাহ নিবারণ প্রভৃতি সমাজসংস্কারবিষয়ক আন্দোলনে কালীপ্রসঙ্গের যথেষ্ট সহানুভূতির পরিচয় পাওয়া যায়।ঞ্চ কিন্তু তিনি সমাজসংস্কারবিষয়ে উদারনীতির পক্ষপাতী হইলেও, জাতীয়তা-বিসর্জনের ঘোরতর বিরোধী ছিলেন। চরিত্র-গুণ ।

  • যুগলসেতুনিবাসী কালীপ্রসন্ন সিংহ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়াছিলেন, যে ব্যক্তি প্রথম বিধবা-বিবাহ করিবেন, উাহাকে এক সহস্র টাকা পারিতোষিক প্রদান করিব।-সংবাদ প্রভাকর, ১৮৫৬ খৃষ্টাব্দ, ২৭শে নভেম্বর ।

[ . I