পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐचब *ब्रिद्धव्हक् । wo wo-owwow-or-o হইয়াছে, তাহা ক্রমে পুষ্ট ও পূর্ণ হইয়া বেগবতী নদীতে পরিণত হইতেছে । কিন্তু আমাদিগের এই হতভাগ্য দেশের প্রতি নেত্রপাত করুন, এই অভিশপ্ত দেশের আধুনিক ইতিহাস পাঠ করুন ; দেখিতে পাইবেন, আমাদিগের দেশে প্রতিভাশালী ব্যক্তির অভাব নাই। যে বয়সে অন্যান্য দেশে প্রতিভা বিকশিত হয় না, যে বয়সে অন্যান্য দেশে কৰ্ম্মীরা কেবলমাত্র অভিজ্ঞতাসঞ্চয়ে ব্যাপৃত থাকেন, আমাদিগের দেশে সেই বয়সে প্রতিভাশালী ব্যক্তিগণ প্রতিষ্ঠার সর্বোচ্চ সীমার সমীপবৰ্ত্তী হুইয়াছেন। কিন্তু তাহার প্রতিষ্ঠার দ্রাঘিমাচক্র অতিক্রম করিবার পূর্বেই ইহলোক হইতে অপস্থত হইয়াছেন। ষে সুন্দর উষা ও বিমল প্রভাত দেখিয়া, দেশবাসী মধ্যাহ্নের প্রখর কিরণজাল ও সূৰ্য্যাস্তের গৌরবময় দৃশ্য দেখিবর আশা করিয়াছিল, তাহাদের সে আশা পূর্ণ হয় নাই ; আকস্মিক ঘন মেঘের অন্তরালে তাহাদিগের প্রতিভালোক অদৃশ্য হইয়াছে। সিপাহী-যুদ্ধ ও নীল-বিপ্লবের সময়ে, দেশের সেই মহাসঙ্কটকালে, দুদিনের অন্ধকারে, র্যাহদিগের প্রতিভালোক, রাজা ও প্রজাকে গন্তব্যপথ নির্দেশ করিয়া দিয়াছিল, সেই স্বজাতিবৎসল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, স্বদেশপ্রাণ গিরিশচন্দ্র ঘোষ ও মনীষী কিশোরীচঁাদ মিত্রের কথা স্মরণ করুন। পরবর্তী যুগের রাজনীতিবিশারদ কৃষ্ণদাস পাল ও স্থপণ্ডিত নগেন্দ্রনাথ ঘোষের কথা স্মরণ করুন। চল্লিশ বা পঞ্চাশ বৎসর অতিক্রম করিতে না করিতেই নিষ্ঠর কালের আহবানে