পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । این ماه ۹۶۹ بسیار এবং অধিকাংশ সময় ধৰ্ম্মকৰ্ম্মে নিরত থাকিতেন। ৬/কাশীধামে ইনি একটি শিবমন্দিরও প্রতিষ্ঠিত করিয়াছিলেন। শান্তিরামের দুই পুত্র-প্রাণকৃষ্ণ ও জয়কৃষ্ণ । জয়কৃষ্ণ হিন্দু-কলেজ-সংস্থাপনের অন্যতম উদ্যোগী ও উহার অন্যতম ডাইরেক্টর ছিলেন। জয়কৃষ্ণের একমাত্র পুত্র নন্দলালই কালীপ্রসন্ন সিংহের জন্মদাতা । নন্দলাল ( সাতু সিংহ নামে সুপরিচিত) অতি অল্প বয়সেই ইহলোক পরিত্যাগ করেন। ছোট আদালতের তৎকালীন অন্ততম বিচারক স্বনামধন্য হরচন্দ্র ঘোষ মহাশয় নন্দলাল বাবুর বিষয়াদির তত্ত্বাবধায়ক ও বালক কালীপ্রসম্নের অভিভাবক নিযুক্ত হন । ই হার তত্ত্বাবধানে কালীপ্রসন্নের পৈত্রিক সম্পত্তির যথেষ্ট উন্নতি হইয়াছিল। বাল্যকালে কালীপ্রসন্ন বাঙ্গাল, ইংরাজী ও সংস্কৃত, এই তিন ভাষায় শিক্ষা প্রাপ্ত হইয়াছিলেন। ইনি যখন হিন্দু কলেজের ছাত্র, তখন ই হার বিবাহ হয়। তখন র্তাহার বয়ঃক্রম ত্রয়োদশবর্ষ মাত্র ; কারণ, “সংবাদ-প্রভাকরে” ক্ষু দেখা যায়, ১৮৫৪ খ্ৰীষ্টাব্দে এই ঘটনা সংসাধিত হইয়াছিল। “প্রভাকর* লিখিয়াছিলেন,— “আগামী দিবসে মৃত বাবু নন্দলাল সিংহ মহাশয়ের পুত্ৰ ঐমান বাবু কালীপ্রসন্ন সিংহের শুভ বিবাহ বাগবাজার নিবাসী এ সংবাদ-প্রভাকর’, ২১শে শ্রাবণ, শক ১৭৭৬, ৪ঠ আগষ্ট ১৮৫৪ খ্ৰীষ্টাব্দ । বাল্য-জীবন । देियांश् ।