পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిe মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । ാ AABBBAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA “সোমপ্রকাশে” র্তাহার ছাত্রজীবনের একটি কৌতুকপ্রদ গল্প প্রকাশিত হইয়াছিল। আমরা নিম্নে তাহ উদ্ধৃত করিতেছি – “কালীপ্রসন্নের বাল্যকালাবধি অতিশয় চতুরতা ছিল। পরিহাস অতিশয় ভালবাসিতেন। যেখানে মারামারি ও তামাস, সেইখানেই তিনি অগ্ৰে উপস্থিত হইতেন। র্তাহার এক জন শিক্ষক বলেন, এক দিবস তিনি অন্য অন্য ছাত্রের সহিত বহিদৃশ্বমান প্রগাঢ় অভিনিবেশ সহকারে শিক্ষকের উপদেশ শ্রবণ করিতেছেন, এমত সময়ে হঠাৎ পাশ্বস্থিত এক বালকের মস্তকে চপেটাঘাত করিলেন । শিক্ষকের নিকটে অভিযোগ হুইলে কালীপ্রসন্ন কাল্পনিক গম্ভীর ভাবে বলিলেন, “মহাশয় । আমি জাতিতে সিংহ, জাতীয় স্বভাব ত্যাগ করিতে না পারিয়া একে আজ মারিয়াছি।” এই চাঞ্চল্য-নিবন্ধনই তিনি বিদ্যালয়ে তাদৃশ উন্নতিলাভ করিতে পারেন নাই। క్లోక్ష