পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

గు মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । কালীপ্রসন্ন সিংহের প্রথম বাঙ্গালা প্রবন্ধাবলী এক্ষণে দুষ্প্রাপ্য হইয়াছে। যে সময়ে কালীপ্রসল্পের সমসাময়িক কোনও কোনও তরুণ লেখক “অন্তের লেখা প্রস্তার হইতে চুরী করিয়া” আপনার লেখা প্রস্তাব বৃলিয়া অহঙ্কার করিতেন, সেই সময়ে ভণ্ডামী ও কপটতার চিরশত্র কালীপ্রসন্ন । কোন শক্তিমান পুরুষের স্বষ্টি হইতে ভাবরাশি চুরী করিয়াছিলেন, সে কৌতুহল চরিতার্থ করিবার উপায় নাই। তবে তাহার যে সকল রচনা আমরা দেখিয়াছি, তাহা হইতে ইহা নিঃসঙ্কোচে বলা যায় যে, তিনি প্রকৃতির চির-উন্মুক্ত ভাণ্ডার হইতেই মহার্ঘ রত্নসমূহ আহরণ করিয়া নিজস্ব বলিয়া উপস্থিত । করিয়াছিলেন। সেগুলিতে যে স্বাভাবিকতার চিহ্ন সুস্পষ্টভাবে অঙ্কিত আছে, সেই নিদর্শন দেখিয়াই এই চতুরপ্রকৃতি ভাণ্ডার-লুণ্ঠনকারীকে ধরা যায় ! স্বৰ্গীয় প্যারীচঁাদ মিত্র প্রণীত ডেবিড হেয়ারের ইংরাজী জীবনচরিতে দৃষ্ট হয় যে, তদীয় কনিষ্ঠ ভ্রাতা প্রসিদ্ধ ८छतिष्ठ.८इमारबत्र राषणब्रिक Cन*नीशक किप्”द्रिोक्लोन भिख 6इशरिद्रद्र স্মৃতি-সভা। স্মৃতিপূজার নিমিত্ত যে বাৎসরিক স্মৃতিসভার প্রবর্তন করেন, তাহাতে কালীপ্রসঙ্গের যথেষ্ট সহযোগিতা ছিল। বহুবৎসর কালীপ্রসন্নের বাটতেই এই স্মৃতিসভাসমূহের অধিবেশন হইয়াছে। এই বাৎসরিক সভাসমূহে শিক্ষিত ব্যক্তিগণ কর্তৃক ভারতবাসীদিগের মানসিক বা নৈতিক উন্নতিসম্বন্ধীয় প্রবন্ধাদি পঠিত হইত। এই সকল প্রবন্ধাদি প্রায় বাল্য-রচনা ?