পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HO - মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । همین مست. بیبیسی পঞ্চসহস্র মুদ্রায় এই পত্রিকার সমুদায় স্বত্ব ক্রয় করিয়া লয়েন। “হিন্দু পেটিয়টের স্বত্ব ক্রয়ের আরও একটি কারণ ছিল। কালীপ্রসন্ন কেবল যে স্বদেশকে পূজা করিতেন, তাহাই নহে, তিনি যথার্থ স্বদেশভক্তগণকেও দেবতার স্তায় পূজা করিতেন। র্তাহার ‘হিন্দু পেঢ়ি য়ট-ক্রয়ের অন্যতম উদ্দেশ্য,—হরিশ্চন্দ্রের নিরাশ্রয় পরিবারবগকে সাহায্য-প্রদান ও এইরূপে হরিশ্চন্দ্রের প্রতি শ্রদ্ধা-প্রদর্শন । এই স্থলে হরিশ্চন্দ্রের স্মৃতিরক্ষা-কল্পে কালীপ্রসন্নের প্রশংসনীয় চেষ্টা উল্লেখযোগ্য। তিনি হরিশ্চন্দ্রের স্মৃতিরক্ষাকল্পে, ৫০০০ পঞ্চসহস্র মুদ্র দান করেন এবং স্বয়ং “হিন্দু পেট্রিয়টসম্পাদক মৃত হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণার্থ কোনও বিশেষ চিন্তু স্থাপন জন্য বঙ্গবাসীবগের প্রতি নিবেদন” নামক একখানি পুস্তিক ধ্রু প্রণয়ন করিয়া সৰ্ব্বসাধারণকে বিতরণ করেন। ইহাতে তিনি হরিশ্চন্দ্রের মহত্ত্ব ও প্রতিভার পরিচয় প্রদান পূর্বক বঙ্গবাসিগণকে তাহার স্মরণ চিহ্ন স্থাপনার্থে সাগ্রহে অনুরোধ করেন। এই পুস্তিকায় হরিশ্চন্দ্রের চরিত্র-চিত্র অতি সুন্দরভাবে অঙ্কিত হইয়াছিল। ইহার রচনা পদ্ধতিও অতি মনোহর। ইণ্ডিয়ান ফিল্ডে স্বৰ্গীয় কিশোরীচঁাদ মিত্র এই প্রসঙ্গে লিখিয়াছিলেন – হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ।

  • পরিশিষ্ট্রে উৎ পুনমূত্রিত হইল ।