বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ অক্ষতযোনি হিন্দুবিধবাগণের পুনৰ্ব্বিবাহ বিষয়ে আন্দোলন y প্রথম পত্নী শশিমুখীর গৰ্ত্তে রাজবল্লভের দুই কন্যা এবং রামদাস, কৃষ্ণদাস, গঙ্গাদাস, রতনকৃষ্ণ, গোপালকৃষ্ণ, রাধামোহন ও কেবলরাম নামে সাত পুত্র জন্মগ্রহণ করেন। জ্যেষ্ঠ কন্ত। বর্তমান খুলনা জিলার অন্তর্গত সেনহাটি গ্রামে অরবিন্দ বংশে পরিণীত হইয়াছিলেন (১) এবং ঐ মহি । লার বংশধর অদ্যাপি বৰ্ত্তমান আছেন। ঐ গ্রামস্থ ধৰ্ম্মাঙ্গদ বংশে দ্বিতীয়া কস্তার উদ্বাহ কাৰ্য্য সম্পাদিত হয়। ইনি রাজবল্লভের সন্তানগণ মধ্যে সৰ্ব্ব কনিষ্ঠ এবং ইহার নাম অভয়া। তৎকাল প্রচলিত “গৌরীদান” প্রথানুসারে বিবাহের সময় এই কন্যা মাত্র অষ্টমবর্ষে পদার্পণ করিয়াছিল। অভয়া ও র্তাহার পিতামাতার দুর্ভাগ্যবশতঃ, সমুদ্রমস্থনে (১) এই কন্যার স্বামির নাম গোবিন্দরাম দাশ। গোবিন্দরামের পুত্র রামদুলাল, রামদুলালের পুত্র নবকুমার এবং নবকুমারের পুত্র প্যারীমোহন । প্যারীমাহন অদ্যাপিও জীবিত অছেদ । .