বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২৬ ) । জ্যেষ্ঠপুত্র রামদাসের প্রযত্নে রাজসাগরনামক সরোবরের তীরে এই যজ্ঞ সম্পন্ন হয় । লোকে বলে যে, এই অমুষ্ঠানের সময় রাজনগরে এত অধিক লোকের সমাগম হইয়াছিল যে, সুদীর্ঘ রাজনগরের খালের এক .প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যন্ত আগন্তুকের নৌকায় পরিপূর্ণ হইয় গিয়াছিল। হুইবে যে, আনন্দময়ীর পিতামহ লাল রামপ্রসাদ ১৭৮৫ খ্ৰীষ্টাব্দ পর্য্যন্ত রাজবল্লভের উত্তরাধিকারিগণের কার্য্য করিয়াছেন । ১৭৬৩ খ্ৰীষ্টাব্দে ৫৬ বৎসর বয়সে রাজবল্লভের মৃত্যু হয় । অতএব রামপ্রসাদ রাজবল্লডের অপেক্ষ বয়ঃকনিষ্ট হওয়াই সস্তব । রাজ বল্লভের যজ্ঞ সম্পাদনকালে, অর্থাৎ ৪৭ বৰ্ষ বয়ঃক্রমের সময়, রামপ্রসাদের পুত্র রামগতি এবং রামগতির কন্য। আনন্দময়ীর কি বয়স ছিল তাহ সহজে অনুমেয়। খ্ৰীযুক্ত বাং দীনেশচন্দ্র সেন প্রণীত “বঙ্গভাষা ও সাহিত্যনামক গ্রন্থপাঠে অবগত হওয়া যায় যে ১৭৬১ খ্ৰীষ্টাব্দে আনন্দময়ীর বয়ঃক্রম নয় বৎসর ছিল ; সুতরাং ১৭৫৪ খ্ৰীষ্টাব্দে তাছার বয়স দুই বৎসরের অধিক হয় নাই ।