পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩৭ ) & উহাকে মতিঝিল আখ্যা প্রদান করিয়াছিল। সরোবরের স্বচ্ছ সলিলরাশি, তদভ্যন্তরস্থ সন্তরণশীল হংসবক প্রভৃতি জলচর পক্ষিগণ ও নানাবিধ রমণীয় জলজ প্রসুন এবং তীরস্থিত ঘন-পত্র-শু্যামল বিটপিশ্রেণী অনায়াসে লোকের মন আকর্ষণ করিতে সমর্থ হয়। নিবাইসের কবিত্বপূর্ণ হৃদয় এই দৃপ্ত অবলোকন করিয়া সম্বজেই তৎপ্রতি আকৃষ্ট হইয়াছিল। অদূরবর্তী গৌড় নগরের ধ্বংসাবশেষ হইতে সমস্ত উপকরণ সংগৃহীত হইল এবং সরোবরের পশ্চিম তটে ঐ সমস্ত উপকরণ দ্বারা এক রমণীয় প্রাসাদ নিৰ্ম্মিত হইল। প্রাসাদের উত্তর পূর্ব ও দক্ষিণ ভাণ অশ্বপাদুকাকৃতি হ্রদের সলিলরাশি द्वान्ज क्षउद्दे সুরক্ষিত ছিল ; এক মাত্র পশ্চিম ভাগ রক্ষা করিবার নিমিত্ত তথায় সুদৃঢ় তোরণ নিৰ্ম্মিত হইল । পূৰ্ব্বে নিবাক্টস মহম্মদ নর্তকীবৃন্দের কোমলকণ্ঠ নিঃস্থত সঙ্গীত সুধা পান করিবার অভিপ্রায়ে অনুচরবর্গসহ সময় সময় ঐ উষ্ঠান বাটিকায় আগমন করিতেন । সিরাজ যৌবরাজ্যে অভিষিক্ত হইলে নিবাইস মুরশিদাবাদের আবাসস্থল পরিত্যাগ করিয়া সপরিবারে ঐ উদ্যান বাটিকায় বাস করিতে লাগিলেন। আলিবর্দী লোকান্তরিত হইলে বাঙ্গালার সিংহাসন করতলগত করা নিবাইসের সর্বপ্রধান উদেখা ছিল । মুরশিদাবাদে অবস্থান করিলে ঐ সংকল্প সিদ্ধির উদ্যোগ বিষয়ে নানারূপ বিঘ্ন উপস্তিত হইবে আশঙ্কা করিয়া তিনি মতিঝিলের উদ্যান বাটিকায় আশ্রয় গ্রহণ করিলেন । এই সময় নিবাইসের যে সমস্ত কৰ্ম্মচারী বিদ্যমান ছিল তন্মধ্যে হোসেনকুলী খাঁ, রাজবল্লভ ও হাসনউদ্দিন খাই সৰ্ব্বপ্রধান। হোসেন কুলী খ। মুরশিদাবাদে অবস্থান করিতেন, রাজবল্লভ ও হাসনউদ্দিন ঢাকায় অবস্থান করিয়া ঐ বিভাগের শাসন কাৰ্য্য পর্য্যবেক্ষণ করিতেন। রাজবল্লভের প্রতিভা ও কাৰ্য্যকুশলতায় পূর্বেই তৎপ্রতি নিবাইস