বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( )cb' ) সবিশেষ লাভবান হইতেন । তৎকালে এ দেশে যে সমস্ত লোক বস্ত্র বয়নের কার্য্যে লিপ্ত থাকিত, তাহাদের অধিকাংশই অতি শোচনীয় অবস্থাপন্ন ছিল। অর্থের অসংস্থানবশতঃ তাহাদের বাসোপযোগী গৃহ পৰ্য্যন্ত ছিল না। প্রত্যেক দিনের কায়িক পরিশ্রমলব্ধ অর্থ ব্যতীত তাহাদের দৈনন্দিন আহার-সংস্থান হইত না । একমাত্র বস্ত্রবয়নের তাত ও শারীরিক শক্তিই তাহাদের জীবনযাত্রার সম্বল ছিল । যাহারা বস্ত্র বিক্রয়ের ব্যবসায়ে প্রবৃত্ত হইতেন, তাহারা ঐ সকল শ্রমজীবীদিগের সহিত আবশুক পরিমাণ বস্ত্রের বন্দোবস্ত করিয়া, দৈনিক আহার ও বস্ত্রবয়নোপযোগী উপকরণ সংগ্রহের নিমিত্ত ঐ তন্তুবায়গণকে নিদ্ধারিত মূল্যের কিয়দংশ অগ্রিম প্রদান করিতেন। সাধারণ ভাষায় ইহাই “দাদন” নামে অভিহিত ছিল । তন্তুবায়গণ দাদন গ্রহণ করিলেই বস্ত্র ব্যবসায়িগণকে নিয়মিত সময়মধ্যে অঙ্গীকৃত বস্ত্র সরবরাহ করিতে বাধ্য হইত। এই প্রকারে বস্ত্র সংগ্ৰহ কায্য বহু সময় সাপেক্ষ সন্দেহ নাই । ইউরোপ হইতে কোন বাণিজ্য পোত বস্ত্র সংগ্রহের কোন ৰন্দোবস্ত না করিয়া এ দেশে আগমন করিলে, এক মাত্র সংগ্ৰহ কার্য্যেই অনেক সময় ব্যয় হইয়া যাহত এবং তাহাতে বণিক সম্প্রদায়ের অনেক ব্যয় বাহুল্য ঘটিত । সুতরাং পূৰ্ব্বাহ্লে পণ্যদ্রব্য সংগ্রহের অভিপ্রায়ে ইউরোপীয় বণিকগণ এ দেশে কুঠী সংস্থাপন করিবার অভিলাষ করেন। বাঙ্গালা দেশের মধ্যে হুগলীর বন্দরে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির প্রথম কুঠা ংস্থাপিত হইয়াছিল । এ স্থলে তাহার। প্রথমতঃ আত্মরক্ষার নিমিত্ত সৈন্ত নিযুক্ত করিবার অধিকার লাভ করিতে সমর্থ হন নাই স্বরাটের বন্দরে তাহাদের যে কুঠী ছিল, তথায় তাহারা সৈন্ত রক্ষা রুঞ্জি ক্ষধিকার প্রাপ্ত হইয়াছিলেন। মুতরাং আত্মরক্ষার উদ্দেশ্বে বাঙ্গাঙ্গদেশে ংস্থাপিত কুঠ সমূহ মান্দ্রাজ প্রদেশীয় কুঠার কর্তৃত্বে কাৰ্য্য চালাইতে প্রবৃত্ত হইল । ‘.