বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২১৬ ) / তিনি উভয় পক্ষীয় লোকদিগকে সুমিষ্ট বচনে আপ্যায়িত কৰুিলেম, এবং সকলে ঐ স্থান পরিত্যাগ করিয়া স্ব স্ব গৃহে প্রস্থান করিল (১)। তৎকালে সম্রাট সাহ আলম গয়ামন পুরায় শিবির সংস্থাপন পূৰ্ব্বক অবস্থান করিতেছিলেন, এবং তাহার সৈন্তগণ পাশ্ববৰ্ত্তী গ্রাম সমূহ লুণ্ঠন করিয়া রসদ সংগ্ৰহ কার্য্যে নিযুক্ত ছিল। এই সময় মেজর কর্ণাক্ কৰ্ণেল কলিয়ডের স্থলে ইংরেজবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। অবিলম্বে মেজর কর্ণাকৃ, রাজবল্লভ ও রামনারায়ণ স্ব স্ব সেনাদল লইয়৷ সম্রাটু-সেনার সন্মুখীন হইলেন। যুদ্ধে সম্রাটু-সেন। ছিন্ন ভিন্ন হইয়৷ পলায়ন করিল। কিন্তু সমবেত সৈন্তদলের নেতৃগণ এক্ষণে সম্রাটের সহিত সন্ধি করিতে ইচ্ছক হইয়া, স্বপ্রসিদ্ধ সিস্তাব রায়কে সম্রাট সদনে প্রেরণ করিলেন। সম্রাট প্রথমতঃ সন্ধির প্রস্তাবে অসন্মতি জ্ঞাপন (1) I have endeavoured much to get money, but without success, and have been obliged to borrow some broad-cloth of Mr. Amyatt to deliver the Sepoys in lieu of their wages. This the 1st day of Rubbee ie Sanum, Sorabond Meer Fazlealy Syed and Asmatullah Khan came into my Dewan Khana, where they seated themselves and declared that they would not move till they got their pay, and Sheik Deen Mahomed, and others came to visit me, and seated themselves also. I was shaving in another room. Meer Fazlealy and 2o or 3o others consulted with Asmatullah Khan and came to me, and spoke both soft and sweet words, and I represented things to them in a proper manner, and promis. ed to do my utmost endeavour to satisfy them, but they would not listen to me, and brought me out into the Dewan Khana, where there were many people and placed me among them, upon which my own people came running to my assistance, and a skirmish was likely to have ensued and the consequence whereof would have been the city being plundered and the Sircar's business greatly detrimented, for this reasons I prevented it and gave them good words and sometimes after they departed. From Maharaja Rajballab, December 1760-Long's Unpublished Records of Govt. page 240. -