বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२१ ) মীরকাসেম অতঃপর রাজকীয় ব্যয়সংক্ষেপ বিষয়ে মনোনিবেশ করিলেন । মীরজাফরের শাসনকালে পশু ও পক্ষিশালায় যে সমস্ত অনাবশ্যক পশু ও পক্ষী সংগৃহীত হইয়াছিল, মীরকাসেম তাহা বিক্রয় , করিয়া, বিক্রয়লব্ধ অর্থ রাজকোষে প্রেরণ করিলেন। নবাবের ব্যক্তিগত ব্যয়ের পরিমাণ হ্রাস করা হইল, এবং তিনি সাধারণ লোকের ন্যায় জীবিকা নিৰ্ব্বাহ করিতে প্রবৃত্ত হইলেন (১)। মীরজাফরের অঙ্গীকৃত টাকার যে অংশ এ পর্য্যন্ত পরিশোধিত হয় নাই, এবং মীরকাসেম স্বয়ং যে টাকা কৌন্সিলের সদস্যগণকে উপঢৌকন স্বরূপ প্রদান করিতে প্রতিশ্রত হইয়াছিলেন, অর্থের অনটন বশতঃ এ সময়ে তাহা পরিশোধ করার সাধ্য ছিল না ; সুতরাং নবাব ঐ সমস্ত টাকা পরিশোধের প্রতিভূ-স্বরূপ স্বকীয় মণিমুক্তাদি কোম্পানির কৰ্ম্মচারিগণের নিকট গচ্ছিত রাখিলেন (২) । কিরূপে অর্থাগম হইতে পারে, এক্ষণে তাহাই মীরকাসেমের চিন্তার প্রধান বিষয় হইল । রাজ্যের প্রত্যেক বিভাগের অধ্যক্ষের নিকট তিনি নিকাশ তলপ করিলেন, এবং নিকাশ আমলে যাহার নিকট যে পাওনা সাব্যস্ত হইল, তাহ তৎক্ষণাৎ আদায় হইতে লাগিল । ভূতপূৰ্ব্ব নবাবের প্রিয় পার্শ্বচর, চুনীলাল ও মণিলাল অবিলম্বে ধৃত হইয়। কারাগারে নিক্ষিপ্ত হইল, এবং তাহারা অসদুপায়ে যে অর্থ সঞ্চয় করিয়াছিল, তাহ সমস্তই জব্দ হইয়। রাজকোষে প্রেরিত হইল (৩) । যে সমস্ত খোজা ও বাদীর হস্তে মীরজাফর ও মীরণের সাংসারিক ব্যয় নিৰ্ব্বাহিত হইত, তাহারা স্ব স্ব প্রভুর অসতর্কত নিবন্ধন প্রভূত অর্থ ও মণিমুক্তাদি আত্মসাৎ করিয়াছিল ; মীরকাসেম তাহাদিগের সমস্ত (>) English Translation of Sair Motakharin, Vol. II. page 39o. (R) Do pages 391 and 433 (9) Do. page 391.