বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( అని ) প্রায় জনশূন্ত হইলে, সে স্থলের অধিকাংশ ভূমি অকৰ্ষিত অবস্থায় ब्रश्ब्रि ८१ळा (०) । - ১৭৬৫ খৃষ্টাব্দে ইংরেজ কোম্পানি বাঙ্গালা দেশের দেওয়ানি লাভ করিয়া বর্ষে বর্ষে জমিদারবর্গের উপর দেয় কর ধার্য্য করিতেন। তৎকালে কোম্পানির কৰ্ম্মচারিগণ জমিদারের হিতের প্রতি অণুমাত্রও দৃষ্ট করিতেন না; যাহাতে কোম্পানি লাভবান হইতে পারেন একমাত্র তাহাই উহাদের মূলমন্ত্র ছিল । এই দেওয়ানি লাভের পর হইতে জমিদারবর্গের স্কন্ধে সাধারণতঃ গুরুতর রাজস্বভার নিক্ষিপ্ত হইতেছিল । কোন জমিদার কোম্পানির অবধারিত রাজস্ব প্রদান করিতে অস্বীকৃত হইলে, অমনি তাহার জমিদারী ক্রোক করা হইত, এবং কোম্পানির কৰ্ম্মচারিগণ অধীন প্রজাবৰ্গ হইতে প্রত্যক্ষভাবে কর সংগ্ৰহ করিত । ১৭৮৭ খৃষ্টাব্দে রাজনগর পরগণার উপর ৯৭১৯৪২ টাকা এবং কান্তিকপুর স্বজাবাদ পরগণার উপর ২৫৭৯১২ টাকা রাজস্ব ধাৰ্য্য হইয়াছিল । এই সময় টম্সন সাহেব উভয় পরগণার শাসনভার গ্রহণ করিয়াছিলেন। তিনি সে বৎসর প্রজাগণ হইতে যে কর সংগ্ৰহ করিলেন, তদ্বারা অবধারিত রাজস্বের সংকুলন হইল না, রাজনগর পরগণায় ৪৫১৭৯N টাকা এবং কাৰ্ত্তিকপুর স্বজাবাদ পরগণায় ১২২৩৮২ টাকা রাজস্ব বাকি পড়িল । ১৭৮৮ খৃষ্টাব্দে পূৰ্ব্বোক্ত রাজস্বে উভয় পরগণার বন্দোবস্ত গ্রহণ করিবার নিমিত্ত রাজবল্লভের উত্তর পুরুষগণের প্রতি পরোয়ান প্রচারিত হইলে, তাহার সেরূপ বন্দোবস্ত গ্রহণ করতি অসন্মত হইলেন, এবং উভয় পরগণা ডাক নীলামে বন্দোবস্ত করিবার নিমিত্ত বোর্ড হইতে আদেশ হইল। ঢাকার কালেক্টর অনেক চেষ্টা (3) History of Backergunge, by Beveridge, page 401.