বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । দ্বার পরিগ্রহ - - রাজবল্লভ ক্রমে তিনটি দারপরিগ্রহ করিয়াছিলেন। (১) তাহার প্রথম পত্নীর নাম শশিমুখী । ইনি বিক্রমপুরের অন্তর্গত হাতারভোগ গ্রামনিবাসী গণবংশে জন্মগ্রহণ করিয়াছিলেন (২)। রাজবল্লভের যে সমস্ত সন্তান উৎপন্ন হইয়াছিলেন তাহারা সকলেই এই মহিলার গর্ভজাত। তদীয় দ্বিতীয় পুত্র কৃষ্ণদাস ১৭৬৩ খৃষ্টাব্দে মীরকাশেম কর্তৃক নিকৃত হন। ঐ সময় তাহার বয়ঃক্রম ৩২ বৎসর মাত্র। অতএব দেখা যাইতেছে যে, ১৭৩১ খৃষ্টাব্দে কৃষ্ণদাসের জন্ম হইয়াছিল ; সুতরাং ক্লষ্ণদাসের জন্মের সময় তাহার ব্যক্রম চতুৰ্ব্বিংশতি বর্ষ অতিক্রম করে নাই। ক্লঞ্চ দাসের জন্মের অনুন চারি বৎসর পূৰ্ব্বেও রাজবল্লভের বিবাহ হওয়া অনুমান করিলে, ঐ সময় তাহার বয়ঃক্রম বিংশবৎসরের অধিক হয় না । এই বয়সে সাধারণতঃ পিতার ইচ্ছানুসারেই বিবাহ হইয়া থাকে । অতএব অনুমান করা অসঙ্গত নহে যে, রাজবল্লভের এই বিবাহ পিতা কৃষ্ণ জীবনের মৃতের উপর নির্ভর করিয়াই সম্পন্ন হইয়াছিল। " ...I (১) টমসন সাহেবের রিপোর্ট দৃষ্ট প্রতীয়মান হয় যে রাজবল্লভ গট দারপরিগ্রহ করিয়াছিলেন । কিন্তু প্রতাপ বাবুর নিকট যে হস্তলিখিত পুস্তক আছে তাহাতে তিনটি দীর পরিগ্রহের বিযয় লিখিত আছে । (২) হাভারভোগ গ্রাম কীৰ্ত্তিনাশার কুক্ষিগত হইয়াছে। ঐ গ্রামস্থ “গণ” বংশীয় বৈদ্যগণ এক্ষণে বিক্রমপুরের অন্তর্গত্ব ভরাকর নামক গ্রামে বাস করিতেছেন ।