পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুতীজ অথ্যাক্স প্রথম পরিচ্ছেদ । আলিবর্দী খ৷ যে সময় রাজবল্লভ নাওয়ার বিভাগের অধ্যক্ষপদে নিযুক্ত ছিলেন, তৎকালে এক রাষ্ট্র-বিপ্লব সংঘটিত হইয়া বাঙ্গালার রাজনৈতিক জগতে বিষম আন্দোলন উপস্থিত করিল। সুজা খার উড়িষ্য প্রদেশে অবস্থান কালে মির্জ মহম্মদ নামক জনৈক সন্ত্রান্ত মুসলমান তাহার সভায় সমাগত হন । এই ব্যক্তি মুজ খাঁর দুর-সম্পৰ্কীয়া এক মহিলার পাণিগ্রহণ করিয়াছিলেন এবং ঐ মহিলার গৰ্ত্তে হাজি আছাম্মদ ও মির্জা মহম্মদ আলি নামে তাছার দুই পুত্র জন্মে। মির্জা মহম্মদ পূৰ্ব্বে আজিম সার অধিনরূপে কাৰ্য্য করিতেন। আজিম সা লোকান্তরিত হইলে তিনি নিরতিশয় দুরবস্থায় পতিত হন এবং অবশেষে দুর্ভাগ্যের তাড়না সহ করিতে অক্ষম হইয়া সুজা খার আশ্রয় গ্রহণ করেন । মহানুভব সুজা খ এই দরিদ্র আত্মীয়কে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং অল্পকাল মধ্যে তাহাকে রাজকীয় কাৰ্য্য প্রদান করিয়া দারিদ্রতার হস্ত হইতে মুক্ত করিয়াছিলেন। এই ঘটনার পর কিয়ৎকাল অতীত হইলে মির্জ মহম্মদ আলি পিতার নিকট সমুপস্থিত হন এবং মুজ খাঁ তাহাকে উড়িষ্যা প্রদেশের অন্তর্গত অনুরেশ্বর নামক পরগণার তহশীলদারী পদে নিযুক্ত করেন। এই যুবক সাতিশয় বুদ্ধিমান, সমরকুশল এবং প্রতিভান্বিত ছিলেন। গুণগ্রাহী সুবাদার