বিষয়বস্তুতে চলুন

পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( . ) প্রদান করিয়া “পঞ্চরত্ন” নামক রমণীয় মন্দির মধ্যে সংস্থাপিত করিলেন। তিনি যে সমস্ত জমিদারী লাভ করিয়াছিলেন, তাহা এই রাজালক্ষ্মীনারায়ণ নামেই বন্দোবস্ত হইয়াছিল। - রাজবল্লভ যে কেবল চতুষ্পাঠী সংস্থাপন করিয়া নিশ্চিন্ত ছিলেন এমন নহে । যে সমস্ত অস্তেবাসী সবিশেষ প্রতিভার পরিচয় প্রদান করিতেন, তিনি তাহাদিগকে নিজব্যয়ে নবদ্বীপ পাঠাইয়া দিতেন। ঐ সমস্ত ছাত্র নবদ্বীপ হইতে পাঠ সমাপন পূৰ্ব্বক গৃহে প্রত্যাগত হইলে তিনি তাহাদিগের জীবিক সংস্থান ও চতুষ্পাঠী সংস্থাপন করিবার নিমিত্ত ভূসম্পত্তি প্রদান করিতেন। রাজনগরের নীলকণ্ঠ সাৰ্ব্বভৌম, কৃষ্ণদেব বিদ্যাবাগীশ ও কৃষ্ণকান্ত সিদ্ধান্ত এইরূপে রাজবল্লভের অর্থে বিদ্যালাভ করিয়া বঙ্গদেশে সবিশেষ খ্যাতিলাভ করিয়া গিয়াছেন।