পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২১৪
অনন্ত প্রেম

আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে
মিলনমধুর লাজে।
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চিরদিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিলপ্রাণের প্রীতি
একটি প্রেমের মাঝারে মিশেছে—
সকল প্রেমের স্মৃতি,
সকল কালের সকল কবির গীতি।

জোড়াসাঁকো ২ ভাদ্র ১৮৮৯