বিষয়বস্তুতে চলুন

পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in অতসী মমি S AS সন্ধ্যার সময় বিদায় নিলাম-প্ৰদীপ জ্বালার আগে । সে বললে, তোমায় একটা কাজ দেব। কী কাজ ? সপ্তাহে একখানা কার্ড লিখে। ওদের খবর দেবে। কী খবর? কুশল ? কুঁ, বলে সে চোখ মুছতে মুছতে হাসল। বলছি। ওদের। ওদের মানে কী তোমার স্বামীরও ? নিশ্চয়। আধখানা কুশলী-সংবাদ নিয়ে করব কী? স্বামী-ভাগ একেবারে আধখানা!! একটা স্পষ্ট জিজ্ঞেস করছি। স্বামীকে তুমি ভালোবাসতে ? -<iGei 2 সে একটু ভাবল, ভালোবাসা ? প্ৰেম? কী জানি ভাই, ও সব বুঝি না। এইটুকু বুঝি যে না দেখলে মন কেমন করে, খবর জানতে ইচ্ছা হয়। এগারো বছর যার ঘর করা যায়। তার হীনতা বোধ হয় স্নেহমমতাকে ঠেকিয়ে রাখতে পারে না। আজ ঠিক কবতে পারি না তার স্বামীপ্রেম ছিল কী ছিল না।