বিষয়বস্তুতে চলুন

পাতা:মিষ্টান্ন-পাক.djvu/২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মিষ্টান্ন-পাক।

প্রথম ও দ্বিতীয় ভাগ।

(সম্পূর্ণ)

শ্রীবিপ্রদাস মুখোপাধ্যায়-প্রণীত।

পরিবর্তিত ও পরিবর্দ্ধিত।

দ্বিতীয় সংস্করণ।


কলিকাতা,

২০১ নং কর্ণওয়ালিস্ স্ট্রীট্ বেঙ্গল মেডিকেল লাইব্রেরী।

শ্রীগুরুদাস চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।

*২নং গোয়াবাগান ষ্ট্ৰীট্ “ভিক্টোরিয়া প্রেসে”
শ্রীতারিণীচরণ আস দ্বারা মুদ্রিত।

 

সন ১৩১১ সাল।


 মূল্য ১ এক টাকা।